শিরোনামঃ-

» ব্যাপক অনিয়মের কারণে রোটার‍্যাক্ট জেলা প্রতিনিধি আহাদকে বহিষ্কার

প্রকাশিত: ২২. মে. ২০২০ | শুক্রবার

স্টাফ রিপোর্টারঃ

রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর জেলা প্রতিনিধি আব্দুল আহাদকে নানা অনিয়ম, শিষ্টাচার ও অযোগ্যতার কারণে শুক্রবার (২২ মে) রোটার‍্যাক্টরদের অভিভাবক রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর গভর্নর প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর ইমেইল বার্তার মাধ্যমে বহিষ্কার আদেশ দেন এবং অদ্য হইতে অবশিষ্ট দিনগুলোতে রোটার‍্যাক্টরদের যেকোন প্রয়োজনে রোটার‍্যাক্ট কমিটি ও নিজ জোনের লেফটেন্যান্ট গভর্নরদের পরামর্শ নেওয়ার আহবান জানান।

জানা যায় ডি আর আর আহাদ নির্বাচিত হওয়ার পর থেকেই রোটারি রোটার‍্যাক্ট পরিপন্থী হয়ে একতরফাভাবে নানা গ্রুপ সৃষ্টি করে রোটার‍্যাক্ট ডিস্ট্রিক্ট জেলা ৩২৮২ বাংলাদেশ পরিচালনা করে আসছে।

বছর প্রায় শেষের দিকে হলেও সে এখনও অনেক ক্লাবকে ডিরেক্টরী দিতে পারেনি এবং ডিরেক্টরীর টাকা আত্মসাৎ করেছে বলে জানা যায়।

তার এই নজীরবিহীন কার্যক্রমে আন্তর্জাতিক এই সংগঠন অনেকটা বাজারে সংগঠনে রুপ নিয়েছে।

ডিস্ট্রিক্ট গভর্নর বার বার সতর্ক করার পরেও সে বিষয়গুলো এড়িয়ে যায়।

বাধ্য হয়েই ডিজি তাকে বহিস্কার আদেশ দেন।

এদিকে ডি আর আর আহাদের বহিষ্কারের খবরে রোটারেক্ট আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশে আনন্দের বন্যা বইছে।

সাধারণ রোটারেক্টররা স্বস্থির নিঃশ্বাস ফেলছেন এবং এই সিদ্ধান্তকে সবাই স্বাগত জানিয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫০ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930