শিরোনামঃ-

» চিকিৎসা না পেয়ে চট্টগ্রামের প্রবীণ ব্যবসায়ী নেতার করুণ মৃত্যু

প্রকাশিত: ০৪. জুন. ২০২০ | বৃহস্পতিবার

চট্টগ্রাম থেকে মো. আরফাত হোসেনঃ

চট্টগ্রামে বিভিন্ন হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে মারা গেছেন আরও এক ব্যবসায়ী। টেরীবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ও সাবেক সহ-সাধারণ সম্পাদক ও টেরীবাজার ফ্যাশন হাউজের মালিক, টেরীবাজারের প্রবীণ ব্যবসায়ী নেতা আলহাজ্ব আবদুল মান্নান বুধবার (৩ জুন) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে নগরীর ঘাটফরহাদবেগস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

বিষয়টি নিশ্চিত করে মৃত আব্দুল মান্নানের ছোট ভাই মেগামার্ট এর মালিক আব্দুল হান্নান প্রতিবেদককে বলেন, আমার ভাই শ্বাসকষ্ট ও সর্দি কাশিতে ভুগছিলেন।

বুধবার তাঁকে নগরীর ডেল্টা হাসপাতাল ও পার্কভিউসহ কয়েকটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করাতে পারিনি।

সবাই বলেছে আগে করোনা টেষ্ট করিয়ে আনেন।

ফলে দিনভর চেষ্টা করেও হাসপাতালে ভর্তি করাতে না পেরে তাঁকে ঢাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।

সকালে ঢাকায় নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই রাত ১২টা ৪৫ মিনিটের দিকে আমার বড় ভাই মারা যান।

টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল মান্নান জানান, আমাদের সমিতির সম্মানিত উপদেষ্টা আলহাজ্ব আবদুল মান্নান ভাইকে চট্টগ্রামের কোন হাসপাতাল ভর্তি করে নাই।

তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা নিশ্চিত হওয়া যায়নি। এভাবে বিনা চিকিৎসায় একের পর এক লোক মারা যাচ্ছে।

আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বিচার দিলাম।মাননীয় প্রধানমন্ত্রী আপনি বিচার করবেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৮৪ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930