শিরোনামঃ-

» আইনজীবী তালিকাভুক্তির জন্য প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি

প্রকাশিত: ০৭. জুন. ২০২০ | রবিবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ
শিক্ষানবিশ থেকে পূর্ণাঙ্গ আইনজীবী হিসেবে তালিকাভুক্তির দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃপক্ষের বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে শিক্ষানবিশ আইনজীবীগণ।
বাংলাদেশ বার কাউন্সিলের অন্যতম সদস্য ডি অঞ্চল থেকে নির্বাচিত এডভোকেট এএফএম রুহুল আনাম চৌধুরী মিন্টুর মাধ্যমে শনিবার (৬ জুন) এই স্মারকলিপিটি প্রদান করা হয়।
গত ২৮ ডিসেম্বর বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে করোনার ছোবলে থমকে গেছে রিটেন পরীক্ষা দিনক্ষণ।
এমতাবস্থায় বিপাকে রয়েছেন এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণরা। সনদ না থাকায় পেশাগত দায়িত্ব পালনে বাধাগ্রস্ত হচ্ছেন শিক্ষানবিশ আইনজীবীরা।
শিক্ষানবিশ আইনজীবীরা বলেন, আমাদের পেশাগত সনদ পেতে তিনটি ধাপ অতিক্রম করতে হয়।
তবে সমস্যা হচ্ছে, উচ্চ আদালতের রায়ে নির্দেশনা রয়েছে আমাদের পেশাগত সনদ প্রদানের সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল প্রতি বছর অন্তত একটি পরীক্ষা সম্পূর্ণ করবে। কিন্তু কোনেভাবেই তা করা হচ্ছেনা।
তাঁরা বলেন, প্রধানমন্ত্রী ও বার কাউন্সিল কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি যে, আমরা যারা কমপক্ষে একটি ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি তাদের কালক্ষেপন না করে অনতিবিলম্বে আইনজীবী হিসিবে যেন তালিকাভুক্তি করা হয়। পাশাপাশি উচ্চ আদালতের পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের দাবি জানাচ্ছি।
অনেকে পাঁচ থেকে সাত বছর যাবত শুধু পেশাগত সনদের অপেক্ষায় আছেন এবং একটি সনদের অভাবে তাঁরা মানবেতর জীবন-যাপন করছেন বলে উল্লেখ করা হয়ে স্মারকলিপিতে।
নিম্নে হুবহু স্মারকলিপির কপি

এই সংবাদটি পড়া হয়েছে ১১৫২ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930