শিরোনামঃ-

» তিন দিনের সফরে স্বশরীরে মঙ্গলবার সিলেট আসছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

প্রকাশিত: ১৭. আগস্ট. ২০২০ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ

দেশে করোনার প্রকোপ কমতে শুরু করায় আবারও আয়োজিত হচ্ছে সারা দেশের মতো সিলেটেও বিভিন্ন অনুষ্ঠান।

তবে তা হচ্ছে সরকারি স্বাস্থ্যবিধি মেনে। ঠিক এভাবে স্বাস্থ্যবিধি মেনে আগামী কয়েকদিন অনুষ্ঠিত হবে নানা অনুষ্ঠান।

এতে প্রধান অতিথি হিসেবে স্বশরীরে উপস্থিত থাকবেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

জানা গেছে, আগামীকাল মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ২টায় মন্ত্রী ঢাকা পররাষ্ট্রভবন থেকে সড়কপথে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেবেন। সন্ধ্যায় ৭টায় উপস্থিত হবেন সিলেট নগরীর হাফিজ কমপ্লেক্সে।

পরদিন বুধবার সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উদ্বোধন অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসেবে।

বিকেল ৩টায় সিলেট সিটি করপোরেশনে ‘আগামীর সিলেট’ প্রকল্প সংক্রান্ত আলোচনা সভায় যোগ দেবেন তিনি। বিকেল ৫টায় হাফিজ কমপ্লেক্সে জাতীয় শোক দিবসের দোয়া মাহফিল, সেখানেও উপস্থিত থাকবেন ড. এ কে আব্দুল মোমেন।

এর পরদিন বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী সকাল ১০টায় সিলেটের রাতারগুল অর্গানিক এগ্রো টেকনোলজি পার্ক এবং রিসোর্টের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন।

পরে বেলা ১১টায় সিলেট সদর উপজেলার বাইশটিলাস্থ জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করবেন মন্ত্রী।

দুপুর ১২টায় সিলেট থেকে সড়ক পথে মৌলভীবাজারের উদ্দেশ্যে এবং সেখান থেকে বিকেলে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন মন্ত্রী।

এই সংবাদটি পড়া হয়েছে ৩১৬ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30