শিরোনামঃ-

» শুক্রবার ভোর ৬টায় শেষ হচ্ছে ৪৮ ঘন্টার পণ্য পরিবহণ ধর্মঘট

প্রকাশিত: ১০. ডিসেম্বর. ২০২০ | বৃহস্পতিবার

আসছে সিলেট বিভাগজুড়ে পরিবহণ ধর্মঘটের ডাক

স্টাফ রিপোর্টারঃ
বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা টানা ৪৮ ঘন্টার পণ্য পরিবহণ ধর্মঘট সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ভোর ৬টায় ধর্মঘট সম্পন্ন হয়।

সিলেটে পণ্য পরিবহণ ধর্মঘটের শেষ দিনে বিশেষ করে সিলেট নগরীর প্রবেশমূখ দক্ষিণ সুরমার তেতলী বাইপাস রোড পয়েন্ট, হুময়ুন রশিদ চত্বর, পরাইরচক পীর হাবীবুর রহমান চত্বর, এয়ারপোর্ট থনার তেমুখি পয়েন্ট, ধুপাগুল, ভোলাগঞ্জ, শাহপরাণস্থ সুরমা পয়েন্ট, হরিপুর, জৈন্তাপুর, জাফংলং, তাজুপুর ও গোলাপগঞ্জে জেলা ট্রাক মালিক গ্রæপের আঞ্চলিক কমিটি ও জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে পাথর কোয়ারী খুলে দেওয়ার দাবীতে ও প্রধানমন্ত্রী কাছে দাবী জানিয়ে মিছিল-সমাবেশ করেন। সমাবেশ থেকে বিজয় দিবসের পর সিলেট বিভাগ নিয়ে পণ্য পরিবহণ, বাস-মিনিবাস ও সিএনজি চালিত অটো রিক্সা নিয়ে লাগাতর ধর্মঘট কর্মসূচি পালনের আল্টিমেটাম দেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে দক্ষিণ সুরমার পারাইরচকস্থ ট্রাক শ্রমিক ইউনিয়নের অফিসের সামনে এক সমাবেশ অনুষ্টিত হয়। সিলেট জেলা ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী আবু সরকারের সভাপতিত্বে ও বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী ঐক্য পরিষদের ঐক্য পরিষদের সদস্য সচিব মো. নুরুল আমীনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রæপের সভাপতি আলহাজ্ব গোলাম হাদী ছয়ফুল। বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রæপের সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক পুলক কবির চৌধুরী, সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক ও বিভাগীয় যুগ্ম সম্পাদক মোঃ আমির উদ্দিন, সিলেট জেলা ট্রাক মালিক গ্রæপের সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মোঃ জুবের আহমদ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, সহ সম্পাদক আলী আহমদ স্বপন, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, প্রচার সম্পাদক সামাদ রহমান, কোষাধ্যক্ষ রাজু আহমদ তুরু, নির্বাহী সদস্য শরিফ আহমদ, আলী আহমদ আলী, আব্দুল মতিন, জলিল আহমদ, বেলাল আহমদ, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সহ সম্পাদক মোহাম্মদ রাজ্জিক লিটু, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর আহমদ খান, দফতর সম্পাদক আফজল চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহরাব আলী, নির্বাহী সদস্য আকমাম আব্দুল্লাহ, শাহাদত হোসেন, দক্ষিণ সুরমা-মোগলাবাজার আঞ্চলিক কমিটির সহ সভাপতি জুমায়েল ইসলাম জুমেল, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সহ সাধারণ সম্পাদক ফলিক আহমদ, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমদ, কোষাধ্যক্ষ কতুব উদ্দিন প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা ট্রাক মালিক গ্রæপের সভাপতি আলহাজ¦ গোলাম হাদী ছয়ফুল বলেন, আমরা মানবিক কথা বিবেচনা করে শুধুমাত্র পণ্য পরিবহনে শুধুমাত্র ৪৮ ঘন্টার ধর্মঘট পালন করছি শুধুমাত্র বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আনতে উক্ত কর্মসূচি পালন করি।

তিনি বলেন, নিশ্চয়ই প্রধানমন্ত্রী মানবতার জননী প্রধানমন্ত্রী ১৫লক্ষ মালিক-শ্রমিকদের অসহায়ত্ব বিবেচনা করে পাথর কোয়ারী খুলে দিবেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৯৩ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930