শিরোনামঃ-

» সুনামগঞ্জের জগন্নাথপুর অলইতলী-কাতিয়ার পল্লীগঞ্জ বাজারে ইসলামী ব্যাংকের আউটলেট উদ্বোধন

প্রকাশিত: ২০. ডিসেম্বর. ২০২০ | রবিবার

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের অলইতলী ও কাতিয়ার পল্লীগঞ্জ বাজারে রবিবার (২০ ডিসেম্বর) ১২টায় ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আউটলেট শাখা’ উদ্বোধন করা হয়েছে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক মোঃ মোঃ শহিদ উল্লাহ’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, শিক্ষাবিদ, সাংবাদিক ও সফল উদ্যোক্তা অধ্যক্ষ শিব্বির আহমদ ওসমানী।

ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার কর্মকর্তা মোঃ আব্দুল আজিজের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোন প্রধান শিকদার মোহাম্মদ শাহাবুদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম, পাইলগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মখলুছ মিয়া, চাতলপাড় জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা আব্দুল হাই আল-হাদি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মান্নান মুহিম, মাওলানা মুফতি ইউসুফ হাবিবি সেলিম।

পল্লীগঞ্জ বাজার আউটলেটের ব্যবস্থাপক ফজলে রাব্বি মারুফের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পল্লীগঞ্জ বাজারের সভাপতি হাজী মোহাম্মদ সুন্দর উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল খায়ের, তরুণ উদ্যোক্তা সুহেন আহমদ, ৮নং ওয়ার্ডের মেম্বার মোঃ আলেক উদ্দিন, ৯নং ওয়ার্ডের মেম্বার দুরুদ মিয়া, সাবেক মেম্বার হাফিজুর রহমান, পল্লীগঞ্জ বাজারের জয়েন্ট সেক্রেটারি ইলিয়াস উদ্দিন, কোষাধ্যক্ষ আখলিছুর রহমান, সাবেক সভাপতি মহিম খাঁন, জামেয়া ইসলামিয়া দারুল উলুম অলইতলী ও কাতিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আজির উদ্দিন, হাজী জিতু মিয়া, লতিফ মিয়া, হাজী দুদু মিয়া, তুফুর মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আলী আহমদ, আওলাদ হোসেন, নেকবর হুসেন প্রমুখ।

অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন, জামিয়া ইসলামিয়া দারুল উলুম অলৈতলী ও কাতিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা শায়েখ ইমদাদুল্লাহ সাহেব জাদায়ে শায়খে কাতিয়া ‌(রহঃ)।

পরে সকলের উপস্থিতিতে আনন্দঘন উৎসবে ফিতা কেটে ব্যাংকের উদ্বোধন করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬৯ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930