শিরোনামঃ-

» বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক নির্বাচিত সিলেটের মাসুদ রানা চৌধুরী

প্রকাশিত: ০২. জানুয়ারি. ২০২১ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ
শিক্ষাকাজের লড়াই-সংগ্রাম-গৌরব-ঐতিহ্য রাজপথে সাহসী সংগঠন বাংলাদেশ ছাত্র মৈত্রীর ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

দুই দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিন কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে কাজী আব্দুল মোতালেব জুয়েল সভাপতি, অতুলন দাস আলো সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে অদিতি আদৃতা সৃষ্টি নির্বাচিত হয়েছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) দফতর সম্পাদক হিসাম খান ফয়সাল স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৫৭ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে মাসুদ রানা চৌধুরীকে সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হোন।

ইতোমধ্যে তিনি সিলেট জেলার সভাপতি ও সদ্য বিদায়ী কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সম্মেলনের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী সমাবেশ উদ্বোধন করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেসবাহ কামাল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র মৈত্রীর প্রতিষ্ঠাতাকালীন সভাপতি ও বর্তমানে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য নূর আহমদ বকুল। কাজী আব্দুল মোতালেব জুয়েলের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদ রুবেল।

সম্মেলন শেষে প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় সংগঠন ও সারাদেশের সকল শাখার সাংগঠনিক ও রাজনৈতিক বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়।

সম্মেলনের দ্বিতীয় দিন কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির সারাদেশ থেকে আগত কাউন্সিলদের সর্বসম্মতিক্রমে কাজী আব্দুল মোতালেব জুয়েল সভাপতি ও অতুলন দাস আলো সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এতে সিলেট জেলা কমিটি নবনির্বাচিত সাধারণ সম্পাদক সালেহ আহমেদকে কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয় এবং মৌলভীবাজারের জন্য সংরক্ষিত একটি সদস্য সংখ্যা ফাঁকা আছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৪৮ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930