শিরোনামঃ-

» প্রবাসে নানা অপপ্রচার আর অপতৎপরতায় আবাসন এসোসিয়েটে নতুন উত্তেজনা

প্রকাশিত: ০৫. জানুয়ারি. ২০২১ | মঙ্গলবার

বিশেষ সংবাদদাতাঃ
সিলেটের বৃহৎ এবং আলোচিত কোম্পানী আবাসন এসোসিয়েটে হঠাৎ এক উৎপাতের সূচনা হয়েছে প্রবাস থেকে।

এই উৎপাতের ফলে নতুন করে গ্রুপিং এবং মুখোমুখী অবস্থায় রয়েছেন প্রবাসী এবং দেশের পরিচালকরা।

হাতেগোনা কিছু পরিচালক প্রবাস থেকে অসৌজন্যমূলক এবং আপত্তিকর রুচিহীন আচরণ করে বিক্ষুব্ধ করে তুলেছেন সিলেটের পরিচালকদের। তাঁদের কারো আচরণ মদ্যপের মতো, কারো আচরণ সন্ত্রাসী মাস্তানের ন্যায়।

প্রবাসীদের বেসামাল আচরণে হতবাক হয়ে বন্ধ করে দেয়া হয়েছে আবাসন-বিডি এনআরবি নামের ওয়াটসআপ গ্রুপ।

এই ওয়াটসগ্রুপের অডিও এবং হুমকী ধমকীর বিভিন্ন তথ্য এখন দেশ-বিদেশের সকল আইনশৃংখলা বাহিনী, আদালত এবং গণমাধ্যমের হাতে।

সম্প্রতি, আবাসন পরিচালকদের মধ্যে চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ আল্টিমেটামের ফলে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃস্টি হয়েছে। এর ফলে চেয়ারম্যান শেরীনের দূবৃত্তায়ন, অনিয়ম স্বেচ্ছাচারিতা আড়াল হওয়া এবং আসন্ন এজিএম ভন্ডুল হওয়ার আশংকা করছেন সংশ্লিস্টরা।

তবে, বাংলাদেশে জয়েন্টস্টক এক্সচেঞ্জে নিবন্ধিত এবং বাংলাদেশের সিলেটের মাটিতে যে প্রকল্প সে প্রকল্প রক্ষা করা এবং প্রবাসের যেকোন অপচেস্টা রুখতে ঐক্যবদ্ধ রয়েছেন দেশের তথা সিলেটের পরিচালকরা। তাঁরা যৌথ সভা করেছেন এজিএমের তারিখ নির্ধারন করেছেন।

ইতিমধ্যে কমিশন শেরীন নামে পরিচিত আবাসনের বিতর্কিত চেয়ারম্যান মাহবুবুল হক শেরীনকে ইঙ্গিত করে স্থানীয় পত্রিকায় সতর্কীকরন বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এর মাধ্যমে সিলেটের পুরো আবাসন সেক্টরে নজির স্থাপিত হলো যে, কোম্পানীর চেয়ারম্যান দাবীদার ব্যক্তির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি ছাপতে হলো ঐ কোম্পানীকেই।

আবাসন এসোসিয়েটে কিংবা আবাসন ডেভলাপার্স নাম রয়েছে কিনা এমন সন্দেহ সংশয় রয়েছে এমন একজন ব্যক্তি লন্ডন প্রবাসী আনিসুল চৌধূরী সম্প্রতি আবাসনে বিভেদ বিভাজনের জন্ম দেন।

তার কিছু দালাল এই বিভেদ উস্কে দিয়ে বেপরোয়া হয়ে উঠেন। এর মধ্যে উল্লেখযোগ্য নিউইয়র্ক প্রবাসী আহমদ হোসেন, যার সংশ্লিস্টতা আবাসনের দীর্ঘ কার্যক্রমে আলোচিত ছিলনা।

এছাড়া আব্দুল হাই, সাইফুল ইসলাম প্রবাস থেকে নানা অপপ্রচার ছড়াতে থাকেন। চরম অবনতিশীল পরিস্থিতি হলে আবাসনে সর্বজন গ্রহনযোগ্য সিলেটের প্রতিষ্ঠিত ব্যাসায়ী মাসুদ আহমদ মাকুম ওয়াটসআপ গ্রুপ বন্ধ করার নির্দেশ দেন।

এই গ্রুপের এডমিন আবাসনের অন্যতম সংগঠক ও পরিচালক নুরুল আহমদ ওয়াটসআপ গ্রুপ বন্ধ করে এনআরবি বাদ দিয়ে বিডি ডিরেক্টর নামে আরেকটি গ্রুপ চালু করেন। এর জন্য এনআরবিদের দায়ী করা সহ পুরো প্রেক্ষাপট তুলে ধরেন তিনি।

এসব ঘটনা প্রবাহ এবং তথ্যের সত্যতা স্বীকার আবাসনের সাথে সংশ্লিস্ট একাধিক সূত্র জানায় আনিস-আহমদ গংদের আচরণ ক্ষমার অযোগ্য।

তাঁরা বিভ্রান্তিকর তথ্য প্রচারকে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে এবং অনেকের ব্যাপারে চরম মানহানীকর বক্তব্য মন্তব্য চালিয়ে সংঘাতময় পরিস্থিতির সৃস্টি করতে চাচ্ছে।

আবাসনের বিরাজমান সমস্যা সমাধানে যেখানে ২ কোটি টাকা প্রয়োজন সেখানে মাত্র ৩০ লাখ টাকার তহবিল করে প্রবাসীরা যেভাবে দেশের পরিচালকদের তুচ্ছ তাচ্ছিল্য করছেন এবং নিজেদের লাঠিয়াল ভাবছেন সেটি বিস্ময়কর বলে মন্তব্য করেছেন অনেক পরিচালক।

আবাসনের একজন পরিচালক জানান লন্ডন প্রবাসী এলাইছ মিয়া মতিন, আবুল কালাম ছোটন, শামসুল হক, মঞ্জুরুল আলম মন্টু সহ অনেক পরিচালক দেশে গেছেন।

আবাসনের সমস্যা সমাধানের জন্য বৈঠক করেছেন। দেশের পরিচালকরা তাঁদের সম্মান জানিয়েছেন এবং সহযোগীতা করেছেন।

এছাড়া কানাডা প্রবাসী ওয়াহিদুর রহমান, সুইডেন প্রবাসী আবুল হোসেন সহ অনেক প্রবাসী পরিচালকরা গঠনমূলক ভুমিকা পালন করে আবাসনের সমস্যা সমাধানের প্রচেস্টা অব্যাহত রেখেছেন।

লন্ডনে তথাকথিত টাস্কফোর্সের সমালোচনা করে আবাসনের দেশ-বিদেশের পরিচালকরা কোম্পানী আইনে এবং গণতান্ত্রিক পন্থায় সমস্যা সমাধানের জন্য বিশৃংখলা সৃস্টিকারী প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সবধরনের অপপ্রচার অপতৎপরতা বন্ধ করে শান্তিপূর্ণ এবং অতীতের ন্যায় সৌহার্দ্য বজায় রেখে সমস্যা সমাধানে আন্তরিক মন নিয়ে এগিয়ে আসার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৪১ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930