শিরোনামঃ-

» সাংবাদিকদের সাথে আড্ডায় আজিজুস সামাদ ডন

প্রকাশিত: ২৬. জানুয়ারি. ২০২১ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেটে সাংবাদিকদের সাথে অন্তরঙ্গ আড্ডায় প্রায় দেড়যুগ মাঠের রাজনীতি, পদপ্রাপ্তিতে অনুভুতি ও ভবিষ্যত পরিকল্পনার কথা জানালেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আজিজুস সামাদ আজাদ ডন।

সোমবার (২৫ জানুয়ারি) রাতে সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টে এ আড্ডা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, রাজনীতিতে আমার বাবা আবদুস সামাদ আজাদের চারণভূমি সিলেট। অমিও দীর্ঘ সময় কাটিয়েছি বা কাটাচ্ছি। এখান থেকেই আমার পথ চলার নিশানা ঠিক করা হবে। সর্বক্ষেত্রে আপনাদের সহযোগিতার চাই। আমি কারো নির্দেশ কিংবা একক সিদ্ধান্ত নেইনা। সবার পরামর্শে সঠিক অংশগুলো বেছে নিয়ে কাজ শুরু করি।

রাজনীতিতে সততা একটি বড় বিষয়। সততা না থাকলে কোনভাবেই সামনের দিকে এগুনো সম্ভব না।

সিলেটের রাজনীতিতে শুণ্যতার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা সত্য যে আমরা অনেকটা পিছিয়ে। রাজনীতিতে একটা লক্ষ্য নিয়ে সামনে এগুতে হবে। আমাদের পূর্বসুরীরা সারাজীবন ত্যাগের রাজনীতি করেছেন। অর্থ, বিত্ত তাদের মাথায়েই ছিল না। একজীবন রাজনীতি করেও অনেকেই ক্ষমতার স্বাদ ভোগ করতে পারেননি। এখন অনেকেই রাজনীতি না করেও কত বিত্তশালী ও ক্ষমতাবান।

আজিজুস সামাদ আজাদ ডন বলেন, আমরা সবার সাথে বসতে পারি, একে অপরের সহযোগিতায় এগিয়ে আসতে পারি। মানুষের জন্য কাজ করতে হবে। তবে, তাকে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হতে হবে।

তিনি বলেন, জাতির জনক চেয়েছিলেন স্বপ্নের সোনার বাংলা গড়তে। আমরা সেটাকে বাস্তবায়ন করতে হবে। ঘরে বসে থেকে সোনার বাংলা গড়া হবে না। সেজন্য মাঠে থাকতে হবে।

আড্ডায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সিলেট ব্যুরো প্রধান ও সিলেটে অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সিলেটের ডাক’র ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান, বিটিভির সিলেট প্রতিনিধি ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা, সিনিয়র সাংবাদিক উজ্জ্বল মেহেদী, বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ দিদার আলম নবেল, সময় টিভির সিলেট সিলেট ব্যুরো ইকরামুল কবীর ইকু, একুশে টিভি ও মানবজমিনের সিলেট ব্যুরো ওয়েছ খসরু, ইমজার সাধারণ সম্পাদক সজল ছত্রী, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাওছার চৌধুরী, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সিরাজ উদ্দিন মাস্টার, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মিন্টু রঞ্জন ধর, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মোতাহির আলী, সাংবাদিক শফিকুর রহমান শফিক, সিলেট জেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দিন আহমদ, সাংবাদিক মাইদুল রাসেল, মোস্তাফিজুর রহমান, সফি আহমদ, মিঠু দাস জয়, মবরুর আহমদ সাজু, কামরুল ইসলাম মাহি, আলমগীর আলম প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩১৬ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930