শিরোনামঃ-

» শেখঘাট জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রকাশিত: ০৫. মার্চ. ২০২১ | শুক্রবার

শেখঘাট সিলেট নগরীর একটি ঐতিহ্যবাহী স্থান যার সাথে নগরী সহ সিলেটের অনেক ঐতিহ্য বিদ্যমান : সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী

স্টাফ রিপোর্টারঃ

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, হযরত শাহজালাল রহ:-ও পূণ্যস্মৃতি বিজড়িত শাহজালাল ঘাট সংলগ্ন নগরীর ঐতিহ্যবাহী শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্স ইসলামি স্থাপত্য রীতি অনুসরণ করে নির্মিত হচ্ছে।

শেখঘাট সিলেট নগরীর একটি ঐতিহ্যবাহী এলাকা, যার সাথে নগরী সহ সিলেটের অনেক ঐতিহ্য বিদ্যমান। নগরীর উন্নয়নে প্রতিশ্রুতি বাস্তবায়ন-মূল্যায়নে সিলেট সিটি করপোরেশন এই মসজিদ কমপ্লেক্স নির্মাণে পূর্বের ন্যায় অব্যাহত সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

শুক্রবার (৫ মার্চ) বাদ জুমআ নগরীর শেখঘাটে ২০ কোটি টাকা ব্যয়ে বেইজম্যান্ট সহ ৭ তলা বিশিষ্ট অত্যাধুনিক শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী আলহাজ শফিক মাহমুদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন মাওলানা আব্দুল জব্বার রায়পুরী, শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাদিকুর রহমান।

শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি নূরুল আলমের পরিচালনায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্স পুনর্নির্মাণ কমিটির উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, উপদেষ্টা সিলেট জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি এডভোকেট মাহফুজুর রহমান, মোল্লারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ শেখ মকন মিয়া, কাউন্সিলর সিকন্দর আলী, ভৈরব পৌরসভার সাবেক মেয়র হাজী মো. শাহীন, ডা. আরমান আহমদ শিপলু, মজির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মাসুম আহমদ, আব্দুল মতিন, মো: ফখরুল, ইউসিবি-এর আরএমও আমিনুল ইসলাম, সোশ্যাল ইসলামী ব্যাংক দক্ষিণ সুরমার ম্যানেজার আশরাফুল হুদা, মসজিদ কমিটির কর্মকর্তাদেও মধ্যে হাজী আনছার উদ্দিন, হাজী গিয়াস উদ্দিন, হাজী হেলাল আহমদ, প্রফেসর গকম আলমগীর, সাব্বির আহমেদ বাচ্চু, হাজী জাহাঙ্গীর আলম, আকতার মাহমুদ, জুবের আহমদ, মোহাম্মদ জসিম উদ্দিন, সাবের আহমদ, আজহারউদ্দিন জাহাঙ্গীর, জসিম উদ্দিন জসু, আব্দুল কাদির, জুনেদ আহমদ, কামাল উদ্দিন কালা মিয়া, শাহেদ আহমদ, সিপু আহমদ, হোসেন আহমদ, ইয়াসিন হাজী, মাওলানা নুরুল ইসলাম জাকারিয়া, সিরাজ উদ্দিন, ইউসুফ আলী, প্রফেসর মোহাম্মদ ইকবাল, মনজুর হক, পাভেল আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মসজিদের পূনর্নির্মাণ কাজে দেশ-বিদেশে অবস্থানরত ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন মসজিদ পরিচালনা কমিটি। মসজিদের হিসাব নম্বর (ইসলামী ব্যাংকের হিসাব নম্বর -২০৫০১০৪০২০৫৯৮১৭০৪) সিলেট শাখা।

দোয়া মাহফিলে আলোচনাকালে বক্তারা বলেন, আল্লাহর ঘর মসজিদে দানের মাধ্যমে পরকালে অফুরন্ত শান্তি লাভ করা সম্ভব। সেটা দানের পরিমাণ অনুযায়ী নয়, দান করার মানসিকতাই আল্লাহ বিবেচনা করবেন।

উল্লেখ্য ২০ কোটি টাকা ব্যয়ে বেইজম্যান্ট সহ ৭ তলা বিশিষ্ট অত্যাধুনিক শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সে একসাথে ৪ হাজার মানুষের নামাজের ব্যবস্থা, মূর্দা গোসলের ব্যবস্থা, মরচুয়ারী, মহিলাদের নামাজের ব্যবস্থা, ইসলামি পাঠাগার, কমিউনিটি সম্মেলন কক্ষ, লিফট পার্কিং সহ আধুনিক সুযোগ সুবিধা উক্ত কমপ্লেক্সে থাকবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৮৪৫ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930