শিরোনামঃ-

» বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক সিলেট অঞ্চল পর্ব সমাপ্ত

প্রকাশিত: ২৭. মার্চ. ২০২১ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২১ এর সিলেট অঞ্চল পর্ব সমাপ্ত হয়েছে। এ পর্বে শ্রেষ্ট হওয়ার গৌরব অর্জন করেছে কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। অংশ গ্রহনকারী ৮টি দলের মধ্যে চুড়ান্ত পর্বে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে তারা শ্রেষ্টত্ব অর্জন করে।

শনিবার (২৭ মার্চ) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নগরীর জিন্দাবাজাস্থ সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ওই বিতর্ক উৎসবের আয়োজন করা হয়। উৎসবে শ্রেষ্ট বক্তা নির্বাচিত হন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দলনেতা সালফিয়া তানহিয়াত নুজাইমা।

অঞ্চল পর্বে অংশ গ্রহনকারী অন্য দলগুলো হল, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজারের দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুল, ব্রাহ্মণবাড়িয়া গভ. মডেল হাইস্কুল ও সুনামগঞ্জের জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়। উৎসবে বিচারকের দায়িত্ব পালন করেন, বাংলাদেশ আবৃতি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সিলেট বিভাগাীয় কো-কনভেনার, শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক নুর ই জান্নাত ও শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির অফিস সেক্রেটারি চৈতী দাস।

বিতর্ক প্রতিযোগিতায় মর্ডারেটরের দায়িত্ব পালন করেন সমকাল সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার মুকিত রহমানী।

চুড়ান্তপর্ব শেষে সমকাল সিলেটের ব্যুরো প্রধান চয়ন চৌধুরীর সভাপতিত্বে ও সমকাল সুহৃদ সমাবেশ সিলেট জেলার সাধারণ সম্পাদক সজীব চৌধুরীর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার। বিশেষ অতিথি ছিলেন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খান ও সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজ বেগম। স্বাগত বক্তব্য দেন, সমকাল সুহৃদ সমাবেশ সিলেটের সভাপতি সুব্রত বসু বাপ্পা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমকাল সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু, স্টাফ ফটো সাংবাদিক ইউসুফ আলী, সুহৃদ সমাবেশ সিলেটের দপ্তর সম্পাদক সাকিব আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রহর দাশ, সাংস্কৃতিক সম্পাদক আবির দাস, পরিবেশ বিষয়ক সম্পাদক জয়ত্রী রায় প্রমুখ।

বিতর্ক উৎসবে বক্তরা বলেন, বিজ্ঞানের জয়যাত্রার ইতিহাসে আমাদের দেশের বিজ্ঞানীদের অবদান কম নয়। আজকের খুদে বিজ্ঞানীরা একদিন ইতিহাস হবে। সমকাল বিজ্ঞান বিতর্কের আয়োজনকে শুধু উৎসব নয়, বিজ্ঞানকে উদযাপনের বিষয় হিসেবে দেখছে।

উৎসবে প্রধান অতিথির বক্তব্যে ড. রমা বিজয় সরকার বলেন, বিজ্ঞানের হাত ধরে মানবসভ্যতা এগিয়ে যাচ্ছে। সমকালের এ উদ্যোগ মানব সভ্যতা এগিয়ে নিয়ে যাওয়ার প্রাথমিক সোপান। তিনি বলেন, বিজ্ঞানের ফলেই মানুষ মঙ্গলগৃহে গিয়েছে। আমরাও একদিন যাবো। বিজ্ঞান নিয়ে বহুমুখী ইতিবাচক উদ্যোগের ফলে দেশে গত কয়েক বছরে বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে বলে মন্তব্য করেন প্রধান অতিথি।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৮০ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930