শিরোনামঃ-

» সিলেট-৩ আসনের উপনির্বাচনে নেতাকর্মীদের সম্পৃক্তা পেলে সাংগঠনিক ব্যবস্থা : জেলা যুবদল

প্রকাশিত: ২৫. জুলাই. ২০২১ | রবিবার

স্টাফ রিপোর্টারঃ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে জেলা যুবদলের আওতাধীন দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের কোন নেতাকর্মীর সম্পৃক্ত পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা যুবদল।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলু ও সদস্য সচিব মকসুদ আহমদ বলেন, বর্তমান সরকারের অধীনে সকল নির্বাচন বিএনপি প্রত্যাখান করেছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেট-৩ উপ-নির্বাচনে জেলা যুবদলের যেকোন নেতাকর্মীর সম্পৃক্তা পেলে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রত্যেক পাড়া-মহল্লায় নেতাকর্মীদের অবস্থানের উপর নজর রাখছে জেলা যুবদল। যে কেউ যদি কোন ভাবে ২৮ জুলাই নির্বাচনের দিন অথবা এই পূর্বে সময় নির্বাচনী কোন ধরনের কাজের সাথে সম্পৃক্ত হন তা হলে জেলা যুবদল সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। তাই সবাইকে আহবান জানাচ্ছি প্রহসনের এই নাটকীয় নির্বাচনের সকল কার্যক্রম থেকে দূরে থাকার জন্য।

রবিবার (২৫ জুলাই) জেলা যুবদলের দপ্তরের দায়িত্বে প্রাপ্ত ফখরুল ইসলাম রুমেল স্বাক্ষরিত এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, জুলাই মাসে অনুষ্ঠেয় জাতীয় সংসদের চারটি আসনের উপ-নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে গত ২৩ মে গুলশানে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২২ মে দলটির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ২৩২ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930