শিরোনামঃ-

» যুবশক্তিকে কাজে লাগালে সমাজ ও দেশের উপকার হয় : ডা. হিমাংশু লাল রায়

প্রকাশিত: ৩০. আগস্ট. ২০২১ | সোমবার

সিফডিয়া’র সেলাই মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টারঃ

সিলেটের বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. হিমাংশু লাল রায় বলেছেন, প্রশিক্ষিত যুবশক্তিকে কাজে লাগালে তারা যেমন স্বাবলম্বী হতে পারে, তেমনি সমাজ ও দেশেরও উপকার হয়। সমাজের এতিম দুস্থ মানুষের কল্যাণে আমাদের সবাইকে যার যার সামর্থ অনুযায়ী এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব।

গণমাধ্যম ও সমাজ উন্নয়নমূলক সংগঠন সিলেট সেন্টার ফর ইনফরমেশন এন্ড ম্যাস-মিডিয়া সিফডিয়া’র উদ্যোগে সেলাই মেশিন বিতরণকালে তিনি একথা বলেন।

সিফডিয়ার উদ্যোগে ‘এসো কাজ করি স্বাবলম্বি হই’ প্রকল্পের আওতায় গত ২৮ আগস্ট ২০২১ শনিবার সকালে এতিম মেয়েকে সেলাই মেশিন প্রদান করা হয়।

সিফডিয়া’র চেয়ারম্যান অধ্যাপক শেখ মো. আব্দুর রশিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল, সিলেট সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সিরাজুম মুনির, কাউন্সিলর তারেক উদ্দিন তাজ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্ঠ হাসপাতাল সিলেট-এর জুনিয়র কনাসলটেন্ট ডা. রুবিনা ফারজানা, মেডিক্যাল অফিসার ডা. নাসরিন সুলতানা, জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুজন বণিক, সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এম. গৌছ আহমদ চৌধুরী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আবদুল বাতিন ফয়সল, সিফডিয়ার নির্বাহী পরিচালক রোটারিয়ান আব্দুল মুহিত দিদার প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২৩৯ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930