শিরোনামঃ-

» মানবাধিকার কর্মী শফিকুল ইসলামকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৫. সেপ্টেম্বর. ২০২১ | রবিবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেট ল’ কলেজের ছাত্র মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি জেলা সমন্বয়ক ও সিলেট বিভাগীয় কমিটির দপ্তর সচিব মানবাধিকার কর্মী শফিকুল ইসলামকে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।

রবিবার (৫ সেপ্টেম্বর) বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসুচি পালন করা হয়।

গত ২৮ আগষ্ট জাউয়াবাজার পুলিশ তদন্ত ফাড়িতে প্রবেশের সময় লেগুনা চালক সজল তাকে হত্যার চেষ্টা চালায়। প্রথমে তার মোটরসাইকেল ধাক্কা দেয়। পরে তার উপর দিয়ে লেগুনা চালিয়ে দেয় চালক সজল।

এ ঘটনার প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কয়েকটি মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি কেন্দ্রীয় কমিটির সভাপতি এনামুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল হেলালের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মানবাধিকার ঐক্য পরিষদ সিলেট বিভাগীয় আহবায়ক আতাউর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ হিউম্যান রাইট্স জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট বিভাগীয় প্রতিনিধি ও মানবাধিকার ঐক্য পরিষদ সিলেট বিভাগীয় সদস্য সচিব সৈয়দ আকরাম আল সাহান, যুক্তরাজ্য কমিউনিটি নেতা হেলাল উদ্দিন, বাংলাদেশ মেনস্ রাইট ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি এডভোকেট মো. সলমান উদ্দিন, হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন সিলেট বিভাগীয় সভাপতি মো. আরিফুল রহমান, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় সভাপতি মো. রকিব আল মাহমুদ, লিগ্যাল রাইট ফাইটিং অর্গানাইজেশন প্রেসিডেন্ট সৈয়দ শহীদুল ইসলাম দুলাল, মানবাধিকার সোসাইটি সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম তালুকদার, হিউম্যান রাইটস হেলথ এন্ড এডুকেশন সোসাইটির জেলা সভাপতি ফারুক আহমদ নোমানী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মানবাধিকার তথ্য সোসাইটি সিলেট বিভাগের সহ সভাপতি মকসুদুর রহমান চৌধুরী, সাংগঠনিক সচিব মিজানুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক কামাল গাজী, আইন সম্পাদক রুম্মান আহমদ, মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি সিলেট জেলা শাখার সহ সভাপতি মুজাহিদ আহমদ, ইয়াসিন আলী, সাংগঠনিক সচিব দেলোয়ার আহমদ, সুনামগঞ্জ জেলা সচিব জিয়া উদ্দিন, সহ সচিব আল আমিন, মানবাধিকার কর্মী স্বাধীন আহমদ, সম্মিলিত সামাজিক জোটের সদস্য নাছরু আহমদ চৌধুরী, দেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা মো. কামাল আলদ্বীন, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট জেলার সদস্য কামিল আহমদ, এইচআরএমও সিলেটের সহ সভাপতি মোজাহিদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, আসক ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি মকতুম খান, সাংগঠনিক সম্পাদক সুমন ইসলাম, নাট্য কর্মী উত্তম কাব্য, সম্মিলিত সামাজিক জোটের সদস্য আব্দুল্লাহ আল মামুন, সামাদ, জিলানী, জুয়েল, জামাল, শিবির, একরাম, মামুন, মুহিন প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৯৭ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30