শিরোনামঃ-

» সিলেটের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের প্রধানমন্ত্রীর উপহার প্রদান অনুষ্ঠান

প্রকাশিত: ১৮. সেপ্টেম্বর. ২০২১ | শনিবার

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ আকাশ, সমুদ্র জয় করে করোনা যুদ্ধে জয়ী হয়েছে

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ আকাশ, সমুদ্র জয় করে করোনা যুদ্ধে জয়ী হয়েছে। জননেত্রী শেখ হাসিনার উৎসাহে সিলেটের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মের মাধ্যমে সিলেটের শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতাল করোনাযুদ্ধে আমাদের আইকন হিসেবে কাজ করেছে বলে সিলেটবাসী মহিমান্বিত হয়েছেন।

বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে করোনাযোদ্ধাদের মধ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ উপহার প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির উদ্যোগে সিলেটের বিভাগীয় পরিচালক স্বাস্থ্য-এর সম্মেলন কক্ষে আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) এ উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সিলেটের বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. হিমাংশু লাল রায়-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ব্রায়ান বঙ্কিম হালদার।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মিড লেভেল চিকিৎসক পরিষদের ডা. অরূপ রাউত, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান, মেডিক্যাল কনসালটেন্ট ডা. সাজ্জাদুর রহমান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের ডা. আজিজুর রহমান রুম্মান, সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল, সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক ডা. নূরে আলম শামীম, বিএনএ সিলেট শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় অফিস সহকারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় চেয়ারম্যান এম. গৌছ আহমদ চৌধুরী প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২২৮ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930