শিরোনামঃ-

» দুর্গাপূজাকে স্বাগত জানিয়ে নগরীতে স্টুডেন্ট ইউনিটির বর্ণাঢ্য র‌্যালী

প্রকাশিত: ১৩. অক্টোবর. ২০২১ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ স্টুডেন্ট ইউনিটি (বিএসইউ) ও সিটিজেন সলিডারিটি মুভমেন্ট’র যৌথ উদ্যোগে বুধবার (১৩ অক্টোবর) সকাল ৭টায় ঘরে ঘরে আজ দীপ জ্বলুক, শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি নগরী শিবগঞ্জ থেকে শুরু করে মিরাবাজার হয়ে বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানা হয়ে ইলেকট্রিক সাপ্লাই রোড হয়ে শাহী ঈদগাহ, কুমারপাড়া হয়ে মিরাবাজার শ্যামল সিলেট কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালীতে সনাতন ধর্মাবলম্ভীদের সম্প্রীতি দেখিয়ে বাংলাদেশের পতাকা, স্টুডেন্ট ইউনিটির পতাকা ও প্লেকার্ড প্রদর্শন করা হয়।

বাংলাদেশ স্টুডেন্ট ইউনিটির আহ্বায়ক বদরুল আজাদ রানার সভাপতিত্বে ও সদস্য সচিব আতিকুর রহমান লাভলুর পরিচালনায় র‌্যালিতে উপস্থিত ছিলেন, বিএসইউ নেতা ফখরুল ইসলাম, মো. আখতার মিয়া, শাহ সাদিক, শাহেদুর রহমান পিন্টু, রুমেল আহমদ, কামরুজ্জামান মজুমদার, আবুল হোসেন, আবু ইয়ামিন চৌধুরী, ইমরান আহমদ সেতু, মনিরুজ্জামান নিজাম, এনামুল আহমদ এনাম, আমিনুর রহমান, রাসেল আহমদ, আব্দুশ শহীদ, সাদিক আহমদ, লোকমান আহমদ।

র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে স্টুডেন্ট ইউনিটির নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা করে। রাষ্ট্রের উচিত সকল ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে সকলকে তাদের স্ব-ধর্মের উৎসব পালন করার সুুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা।

এছাড়াও সিটিজেন সলিডারিটি মুভমেন্ট’র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, প্রভাষক আজমল হোসেন রায়হান, মওদুদুল হক মওদুদ, শাহিদুল ইসলাম কাদির, রাজু আহমদ চৌধুরী, রিনুক আহমদ, কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, আলতাফ হোসেন বিলাল, জয়নাল আহমদ, শামীম আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৯০ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930