শিরোনামঃ-

» নগরীর নান্দনিক পূজার অন্যতম কাজলশাহ পূজা

প্রকাশিত: ১৪. অক্টোবর. ২০২১ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ

প্রতি বছরের ন্যায় কাজলশাহ সার্বজনীন পূজা এবার ও কাজলদিঘীতে মনোরম পরিবেশে আয়োজন হয়েছে।

এ পূজা নগরীর পূজা সমূহের মধ্যে অন্যতম আকর্ষণীয় এবার পূজার বাজেট ধরা হয়েছে ছয় লক্ষাধিক।

অন্যান্য বছর বাজেট বাড়লে ও এবার করোনার জন্য বাজেট কমানো হয়েছে।

প্রথমদিন থেকেই নানান কর্মসূচী বিশেষ করে ধর্মীয় বিষয়ের প্রতিযোগিতা নৃত্য, নৃত্যনাট্য, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।

কমিটির সভাপতি ও অধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর জানান, এবার স্বাভাবিক থাকলেও অনুষ্ঠান পরিচালনা স্বাস্থ্যবিধি মেনে সকল অনুষ্ঠান পরিচালনা করা হচ্ছে।

সকলেই স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে আগ্রহ দেখা যাচ্ছে। সার্বিক সহযোগীতায় ছিলেন সভাপতি উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, সহ-সভাপতি বিধু ভূষণ চক্রবর্তী, রজত কুমার দে (আশীষ), গৌতম চক্রবর্ত্তী (রিপন), আসিত কুমার বৈশ্য, সাধারণ সম্পাদক রাজীব কুমার দে রাজু, সহ-সাধারণ সম্পাদক নীহার চক্রবর্তী লিটন, শিপন দেব, সঞ্জয় দেব (সঞ্জু), বিষ্ণুপদ দেব, অশোক কুমার রায়, মিথুন কুমার দে (রিমন), কোষাধ্যক্ষ রমাকান্ত সরকার নির্মল, সহ-কোষাধ্যক্ষ রত্নেশ্বর সরকার (টিটো), সৌরভ কুমার দে, সুমন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাজন রায় (সাজু), সহ-সাংগঠনিক সম্পাদক ডা: সজীব দে লিমন, বাপন দাস, সৈকত কুমার দে, সাগর সেন (বিপ্লব), সাংস্কৃতিক সম্পাদক সত্যব্রত রায় লিটন, শুভ্র দে, সহ-সাংস্কৃতিক সম্পাদক সুমন কুমার রায়, জন তরাত, শুভ্র চক্রবর্তী, রুপক দেব, ময়ূখ দাশ (তিতু), আকাশ রায়, আলোকসজ্জা সম্পাদক হিল্লোল নাগ, জয়পদ রায়, উল্লাস দে, শুভ দে, শুভ তালুকদার সহ-আলোকসজ্জা সম্পাদক কুশল তালুকদার, অমিত সেন, সুমিত সেন, শুভ সেন, সাজ সজ্জা প্রিতম রায়, অনিক দে, শৈশব বৈশ্য, পিয়াস দে, অনিরুদ্ধ দাস (বাধন), স্বপ্নীল দত্ত, সহ-সাজ সজ্জা অভিষেক পাল (দীপ্ত), মিথিল রায়, তিলন শ্যাম, সৌমিত্র ভট্টাচার্য্য, কৌশিক সূত্রধর (জয়), শুভাযাত্রা সম্পাদক ডি.কে দাস, (ডন), টুটুল চক্রবর্তী, খোকন দাস, রাজীব চক্রবর্তী (রাজু), উত্তম দেব পান্না, অম্ভ বর্ধন, নর্মদা দাস (মিথুন), হরিপদ দে, ঝলক রায়, অপু চন্দ্র দেব, ধর্ম সম্পাদক অনুপ চৌধুরী, জীবন দাস (মিটন), সৌরভ রায় (পান্না) সহ-ধর্ম সম্পাদক সুজন চৌধুরী, অজয় চৌধুরী, বিজয় চৌধুরী আপ্যায়ন সম্পাদক রিন্টু দাস, বাঁধন দাস, দেবরাজ দেব (লিংকন), যুবরাজ তালুকদার (পাপ্প), সিদ্ধার্থ দে (স্বাধীন), সহ-আপ্যায়ন সম্পাদক রাহুল সেন (কৃষাণ), গোবিন্দ চন্দ তপু, তিয়াস রায়, অভি রায় (অপল), পলাশ শর্মা (বাবলু) প্রচার সম্পাদক সজীব কুমার ভৌমিক, রাজু চন্দ, অনিক রায়, সহ-প্রচার সম্পাদক জয়দীপ দে (ইমন), প্রান্ত পাল, রুহন দাস, প্রকাশ রায়, গৌরব দত্ত (কাব্য), মহিলা সম্পাদিকা এ্যাড: সন্ধ্যালক্ষী দে, ইলা বর্ধন, সহ-মহিলা সম্পাদিকা, অধ্যা: নেলী কর, শিল্পী রানী রায়, মালতী পাল, মিতা দে, কৃষ্ণা সূত্রধর, মিতু ভট্টাচার্য্য, সাথী রানী দে, শান্তা চন্দ্র দে, শেলী রানী দে, গীতা রানী দে, মুন্নী দে, রুবি দে, মুনমুন চক্রবর্তী, বর্না চক্রবর্তী, নমিতা রাণী নাথ, সঞ্চিতা বৈশ্য, দিপা বৈশ্য, চম্পা বৈশ্য, লিপি বৈশ্য, নিপা ভট্টাচার্য্য, রুম্পা দে, অনামিকা রায় (দুলি), ঝুমা চৌধুরী, আশা চক্রবর্তী, স্বর্ণা দে, প্রিয়া দাস, সূর্বণা দে শিমু, পূজা চৌধুরী প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৯৮ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930