শিরোনামঃ-

» তেতলী ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন

প্রকাশিত: ২৩. অক্টোবর. ২০২১ | শনিবার

নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই : কামরুল হুদা জায়গীরদার

স্টাফ রিপোর্টারঃ

সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেছেন, বর্তমান বিনা ভোটের সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোন সম্ভাবনা নেই।

মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সবাইকে একতাবদ্ধ হতে হবে।

জনগণের সরকার প্রতিষ্ঠায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন, তেতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মোঃ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড. আব্দুল গফ্ফার, মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, হাজী শাহাব উদ্দিন, শামীম আহমদ, হাজী তাজরুল ইসলাম তাজুল, বজলুর রহমান ফয়েজ, আব্দুল লতিফ, জিল্লুর রহমান সুয়েব, শাহ মাহমদ আলী, আত্তর আলী, সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, বিএনপি নেতা মনিরুল ইসলাম তুরণ, হাজী আসাদ, শামীম সিদ্দিকী, আব্দুল মুমিন ছইল মিয়া, গোলাম মোস্তফা কামাল, আব্দুল মালিক মল্লিক, জেলা যুবদল নেতা অলিউর রহমান ওলি, দক্ষিণ সুরমা যুবদলের আহ্বায়ক বাবর আহমদ রনি, বিএনপি নেতা ইলিয়াস খান, আজমল আলী, আব্দুল গফ্ফার, এম এ রহিম, ফারুক আহমদ (মেম্বার), আপ্তাব উদ্দিন, ফয়জুর রহমান বেলাল, ইসলাম উদ্দিন, জানু মিয়া। সম্মেলনের শুভ উদ্বোধন করেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহ্বায়ক তফাজ্জুল হোসেন।

দক্ষিণ সুরমা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মকসুদুল করিম নোহেল ও সিলেট জেলা তরুণ দলের সদস্য সচিব সাদেক আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা মাসুক আহমদ, মঈন উদ্দিন, মুজিবুর রহমান, আব্দুল খালিক, আলাউদ্দিন (মেম্বার), তজমুল আলী, দক্ষিণ সুরমা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন, মুহিবুর রহমান মুহিন, ছালেক আহমদ, ফয়ছল আহমদ বাবলু, জয়নাল আবেদীন, দিলোয়ার হোসেন খোয়াজ, বিএনপি নেতা সহিদ আলী, আব্দুর রাজ্জাক, জামাল আহমদ, আজাদ মিয়া, আব্দুল মালিক, তেরা মিয়া, ইমরান আহমদ ইমরুল, আনছার আলী, শায়লা আহমদ, জামাল আহমদ, লিটন আহমদ, সামসুল ইসলাম, বাবুল মিয়া, লালু মিয়া, রাবেল আহমদ, হেলাল আহমদ, আফতাব আলী, লিয়াকত মিয়া, যুবদল নেতা দিলোয়ার হোসেন, রিপন আহমদ, রুহেল আহমদ, সারোয়ার হোসেন বাদল, আফজল হোসেন, আলী হোসেন, শোয়েব আহমদ, রুপু আলম, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, জাকির হোসেন, যুবদল নেতা শাহেদ আহমদ সত্তার, খালেদ আহমদ, আক্তার হোসেন, কয়েছ আহমদ, ছাত্রদল নেতা এমাদ হোসেন এমাদ, কামরান আহমদ, জামিল আহমদ, বুরহান আহমদ, সুজন আহমদ, দুলাল আহমদ, শাহজাহান আহমদ, জাবেদ আহমদ প্রমূখ। সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহ্বায়ক তফাজ্জুল হোসেন। এসময় সর্ব সম্মতিক্রমে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজমল আলীকে সভাপতি এবং আনোয়ারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে তেতলী ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়।

উক্ত সম্মেলন শেষে জাতীয় পার্টি নেতা জালাল উদ্দিন ও আওয়ামী নেতা আফরুজ আলীর নেতৃত্বে বেশ কিছু নেতা কর্মী বিএনপিতে যোগদান করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি কামরুল হুদা জায়গীরদার ফুল দিয়ে যোগদান কারীদের বরণ করে নেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৯১ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930