শিরোনামঃ-

» বিকল্প কর্মসংস্থান ছাড়া ব্যাটারি চালিত যানবাহন উচ্ছেদ করা যাবে না : চালক সংগ্রাম পরিষদ

প্রকাশিত: ০৬. নভেম্বর. ২০২১ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ
রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে ৫ দফা দাবিতে শনিবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় আম্বরখানাস্থ সংগঠনের কার্যালয়ের সামনে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পথে পথে বাধা উপেক্ষা করে সহস্রাধিক শ্রমিকের উপস্থিতিতে সংগঠনের মহানগর শাখার সংগঠক প্রনব জ্যোতি পালের সভাপতিত্বে ও মনজুর আহমদের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ও বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর। এসময় উপস্থিত ছিলেন মহানগর শাখা আব্দুস শহিদ, শহিদ মিয়া, কুরবান আলী, সুরুজ আলী, ইউসুফ আহমদ, রজব আলী,শুক্কুর মিয়া, মাসুম, বাচ্চূ, ইমরান আহমদ খোকন আহমদ প্রমুখ।

সমাবেশে চালক সংগ্রাম পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার প্রধান উপদেষ্টা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর বলেন, ব্যাটারি চালিত যানবাহনের যুক্ত ৫০ লাখ শ্রমিক স্ব-উদ্যেগে নিজেদের জীবন জীবিকার ব্যবস্থা,সমাজে সেবা খাতের প্রসার ও রাষ্ট্রীয় অর্থনীতিতে অবদান রাখছে।

বিকল্প কর্মসংস্থান ছাড়া ব্যাটারি চালিত যানবাহনের শ্রমিক উচ্ছেদ হলে মানবিক বিপর্যয়ের আশংকা রয়েছে। শ্রমিক নেতা আবু জাফর, ৫০ লাখ শ্রমিক ও তাদের উপর নির্ভরশীল২ কোটি মানুষের স্বার্থে ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে প্রনব জ্যোতি পাল বলেন, ব্যাটারি চালিত যানবাহন পরিবেশ ও যাত্রি সেবা বান্ধব। ব্যাটারি চালিত যানবাহন উচ্ছেদ নয়, অবকাঠামো ত্রুটি দূর করে লাইসেন্স প্রদানের আহ্বান জানান শ্রমিক নেতা প্রনব জ্যোতি পাল।

৫ দফা দাবির মধ্যে রয়েছে, বিকল্প কর্মসংস্থান ছাড়া ব্যাটারি চালিত যানবাহন উচ্ছেদ বন্ধ করা,ব্যাটারি চালিত যানবাহনের জন্য নীতিমালা প্রণয়নের কমিটিতে ব্যাটারি রিকশা এবং ইজি বাইককে অন্তর্ভুক্ত করা, কাঠামোগত ত্রুটি দূর করে আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, যে কোন বড় সড়কে পার্শ্ব রাস্তা নির্মাণ করে সড়কে ঝুঁকি কমানোর পদক্ষেপ গ্রহণ, ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান করে বিভিন্ন মহলের চাঁদাবাজি বন্ধ করা এবং চালকদের সড়কে চলাচলের নিয়ম সম্পর্কে এবং মেকানিকদের কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৭২ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930