শিরোনামঃ-

» সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপহার সামগ্রী

প্রকাশিত: ২৪. ডিসেম্বর. ২০২১ | শুক্রবার

শিক্ষার মূল উদ্দেশ্য আচরণগত পরিবর্তন এবং মানবিক মানুষ হওয়া

স্টাফ রিপোর্টারঃ
পৃথিবীর মানচিত্রে মাথা তুলে দাঁড়াতে হলে সমাজের প্রতিটি স্তরের মানুষকে ভূমিকা রাখতে হবে। এর জন্য প্রয়োজন শিক্ষিত জাতি গঠণ। বিগত এক-দশকে বাংলাদেশে শিক্ষিতের হার বেড়েছে। সরকার শিক্ষার্থীদের বিনামূল্যে বই, বৃত্তি ইত্যাদি সুযোগ সুবিধা প্রদান করছে। তবুও কোথাও যাতে কোনো মেধাবী শিক্ষার্থী আর্থিক অস্বচ্ছলতার কারণে সুবিধাবঞ্চিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

‘শিক্ষার্থীদের পাশে শিক্ষার্থী’ এর আয়োজনে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকালে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সুলেমান হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য গাজী মো. শাহেদ।

প্রধান অতিথির বক্তব্যে ‘শিক্ষার্থীদের পাশে শিক্ষার্থী’ সংগঠণের প্রশংসা করে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনে দেশের হাল ধরবে। সবার সম্মিলিত প্রচেষ্ঠায় শিক্ষাজীবনের বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে ওঠা সম্ভব। আমরা আর কোনো মেধাবীকে ঝরে যেতে দিবো না।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি সিলেট মহানগরের সম্পাদক মো. রাশেদ নেওয়াজ এর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল সিলেটের স্পেশাল পি.পি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল ও ডা. পিয়াল রায় (বিসিএস স্বাস্থ্য)।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলার সহকারি শিক্ষা অফিসার মো. ফারুকুল ইসলাম, খাসদবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসাইন আলী ও বিশিষ্ট ব্যবসায়ী সেলিনা আক্তার চৌধুরী,জয়নুল আবেদীন, কবি নজরুল মেমোরিয়্যাল স্কুলের প্রতিষ্ঠাতা এস.এম আলামিন ।

অনুষ্ঠানে শাহাদাত হোসেনের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পারভীন আক্তার। কোরআন থেকে তেলাওয়াত করেন সানি এবং দাঁড়িয়ে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

উল্লেখ্য, সিলেট জেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসার ৫০জন শিক্ষার্থীর মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১৯৯ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930