শিরোনামঃ-

» সিলেটে মুক্তিযুদ্ধ উৎসবের ২য় দিন অতিবাহিত

প্রকাশিত: ৩০. ডিসেম্বর. ২০২১ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর শাখা আয়োজিত মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৩ দিনের মুক্তিযুদ্ধ উৎসব অনুষ্ঠানের ২য় দিন অতিবাহিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিলেট জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আকরম আলীর সভাপতিত্বে ও অংশুমান দত্ত অঞ্জুন এবং নন্দিতা দত্তের যৌথ পরিচালনায় উৎসব অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইরশাদ আলী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মখলিছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. রইছ আলী, বীর মুক্তিযোদ্ধা মো. বাবুল মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবদুছ ছালাম, বীর মুক্তিযোদ্ধা সুধীর চন্দ্র দাশ, বীর মুক্তিযোদ্ধা মো. আকমল আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুন নুর, বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার আরশ আলী, বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন আহমদ।

স্বাগত বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মনোজ কপালী মিন্টু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা সন্তান কমান্ড নেতা মাছুম আহমদ, সিরাজুল ইসলাম ছুরুকী, সাইফুল ইসলাম, মো. ছিফত আলী, মো. নাসির খান, সাইফুল ইসলাম, শহিদ মিয়া, বাবুল মিয়া, আব্দুল কাদির, নিকলেশ দাস বিজয়, মো. ফারুক, মো. রুমান, মো. করিম, শেখ মোহাম্মদ আলম, শেদ্বীপ্ত চক্রবর্তী, জয় সুমন, ডিপজল প্রমুখ।

এতে একক সঙ্গীত পরিবেশ করেন, হিমাংশু বিশ্বাস, গৌতম চক্রবর্তী, বাউল আব্দুর রহমান, পল্লবী দাস মৌ, ইকবাল শাই, যিশু ভট্টাচার্য্য, আশরাফুল ইসলাম, বাউল আব্দুর রহমান, আশরাফুল রহমান অনি, বাউল লাল শাহ, পপি কর, মিজানুর রহমান এবং দলীয় সঙ্গীত পরিবেশ করে উদীচী সিলেট জেলা সংসদ, অন্বেষা শিল্পী গোষ্ঠী, সঙ্গীত সম্মিলন পরিষদ, নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ, ওড়াং সম্প্রদায় তারুণ্য সিলেট, থিয়েটার মুরারী চাঁদের শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে শিল্পী সহ বাদ্যযন্ত্র দিয়ে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে সহযোগিতায় করায় বাংলাদেশ বেতারকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ করে মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে বলেন। পাশাপাশি তারা অনেক আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সকলের প্রতি আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ২১৮ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930