শিরোনামঃ-

» কোভিড-১৯ টিকাদানের সিলেট বিভাগীয় রিভিউ মিটিং সম্পন্ন

প্রকাশিত: ০৩. ফেব্রুয়ারি. ২০২২ | বৃহস্পতিবার

জাতীয় লক্ষমাত্রা অর্জনে স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দ যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভ’মিকা পালন করতে হবে : প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা

স্টাফ রিপোর্টারঃ

স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা উন্নয়ন) প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন করোনা ভ্যাকসিন প্রয়োগে জাতীয় পর্য্যায়ের সিলেটের অবস্থান অনেক নীচে।

স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দ নিজ নিজ এলাকার পরিস্থিতি অনুযায়ী নতুন নতুন পরিকল্পনা গ্রহন করে এলাকা াভিত্তিক সার্চিং করে ঠিকা প্রয়োগের মাধ্যমে জাতীয় লক্ষমাত্রা অর্জনে  যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভ’মিকা পালন করতে হবে। সিলেটে দুই দিনব্যাপী কোভিড-১৯ টিকাদানের সিলেট বিভাগীয় রিভিউ মিটিং-এর শেষদিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রিভিউ মিটিংয়ের দ্বিতীয়দিন বৃহস্পতিবারের সভায় সিলেট ও মৌলভীবাজার জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের বিভাগীয় পরিচালক স্বাস্থ্য-এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায়। মেডিক্যাল অফিসার ডা. সিধু সিংহের পরিচালনায় ইউএসআইডি ও সেইভ দ্যা চিলড্রেন সহযোগীতায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এম.এন.সিএন্ড,এইচ স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকা পরিচালক ও লাইন ডাইরেক্টর ডা. মোঃ শামসুল হক, প্রোগ্রাম ম্যানেজার ইপিআই ডা. মওলা বক্স চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস প্রতিনিধি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা.রাজেন্দ্র জোহারা, ডা. আরতি শ্রীকৃষ্ণ সিং, ইউনিসেফ প্রতিনিধি ডা. জুসি মেরিনা অধিকারী, প্যাথ বাংলাদেশ প্রতিনিধি ডা. কামাল মেহেদী, এমএনসিএসপি সেইভ দ্যা চিলড্রেন প্রতিনিধি ডা. মো: খায়রুল আলম, সিলেট বিভাগের সহকারী পরিচালক (স্বাস্থ্য) ডা. নূরে আলম শামীম, সিলেটের সিভিল সার্জন ডা. এসএম শাহরিয়ার, মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন, হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মো নুরুল হক, সিওলটের ডেপুটি সিভিল সার্জন জন্মোজয় দত্ত, সিলেট  সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ জাহিদুল ইসরাম, সিলেট সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা সুজন বনিক সহ সিলেট ও মৌলভীবাজার জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৪৫ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930