শিরোনামঃ-

» মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ : মজিবর রহমান

প্রকাশিত: ১৩. ফেব্রুয়ারি. ২০২২ | রবিবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭২ সালের এ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৃষ্ঠপোষকতায় সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর থেকে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করে তাদের দাবি ও অধিকার আদায়ে নানা কর্মসূচি পালন করে যাচ্ছে সংগঠনটি।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মুক্তিযোদ্ধাদের জন্য সবকিছু করেছেন। দেশের ৯৫ শতাংশ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছেন।

তিনি রবিবার (১৩ ফেব্রুয়ারি) সিলেটে জেলা পরিষদ কার্যালয়ের হলরুমে মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা ইউনিট কমান্ডের সর্বশেষ নির্বাচিত কমান্ডার সুব্রত চক্রবর্তী সভাপতিত্বে ও সিলেট জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মনোজ কপালী মিন্টুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ, সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকসুদ ইবনে আজিজ লামা, সিলেট মহানগর ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার ও মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিয়ানীবাজার উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম. এ কাদির, গোলাপগঞ্জ উপজেলা উপজেলার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আকমল আলী, সাম্যবাদী দল কেন্দ্রীয় পলিট ব্যুারো সদস্য ও সিলেট জেলা সম্পাদক ধীরেন সিংহ, দক্ষিণ সুরমা উপজেলা কমান্ডের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. ইজরাইল মিয়া, জেমসদ লিউ কাবসুছন।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুল কামাল, পান্না লাল রায়, রাজ ইব্রাহিম তালুকদার রাজু, বাবুল মিয়া (যোদ্ধাহত), আশরাফুল ইসলাম, মকনন্দ বর্মন, অনিল দাশ, মঈন উদ্দিন, কছির মিয়া, খালিলুর রহমান, সামছুল হক, ইউনুছ আলী, আজমল আলী, হাজী রইছ আলী, বীর মুক্তিযোদ্ধা সন্তান সামচুন নাহার, আম্বিয়া বেগম, শাহানা বেগম, রজাদীপ সমাদ্দার, উজ্জল পাত্র, ডিপজল পাত্র, যুব কমান্ড নেতা শেখ মো: আলম, এজাজ আহমদ, পাপ্পু আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৮৭ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930