শিরোনামঃ-

» দিঘীর চতুরদিকে বেষ্টটি না দেওয়ার দাবিতে মেয়র বরাবরে ১১নং ওয়ার্ড এলাকাবাসীর স্মারকলিপি

প্রকাশিত: ১৪. ফেব্রুয়ারি. ২০২২ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ডের অর্ন্তগত লালাদিঘীর চতুর দিকে বেষ্টটি না দেওয়ার দাবি জানিয়ে মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে স্মারকলিপি প্রদান করেছেন ১১নং ওয়ার্ড এলাকাবাসী।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় মেয়রের কাছে এই স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে এলাকাবাসী উল্লেখ করেন, ১১ নং ওয়ার্ডের অর্ন্তগত লালাদিঘী ঐতিহ্যবাহী প্রাচীন একটি ব্যক্তি মালিকানাধীন একমাত্র বৃহৎ দিঘী। এই দিঘীতে দীর্ঘদিন যাবত মাছ চাষ অব্যাহত আছে এবং দিঘীর জল বিভিন্ন কাজে আমরা ব্যবহার করে আসছি। নির্ভরযোগ্য সূত্রে আমরা জানতে পেরেছি সিলেট সিটি কর্পোরেশন দিঘীর চতুরদিকে এস. এস পাইপ দ্বারা বেষ্টনি ও সজ্জিত করণের পরিকল্পনা করেছে। উল্লেখ্য দিঘীর পার একটি আবাসিক এলাকা। এখানে দুটি মসজিদ ও একটি মাদ্রাসা আছে। দিঘীর চতুর পারে এস. এস পাইপের বেষ্টনি ও সজ্জিতকরণ হলে পার্শ্ববর্তী কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও বহিরাগত মানুষের অবাদ বিচরণ ঘটতে পারে। যার দরুন পর্দাশীল মহিলা এবং মাদ্রাসার কোমলমতি ছাত্র ধর্মপ্রাণ মুসল্লি সহ এলাকাবাসী বিভিন্ন সমস্যায় পরবে।

সামাজিক অবক্ষয় ঘটবে, বখাটে ছেলেদের জন্য আইন শৃঙ্খলার অবনতি হতে পারে এবং দিঘীর চারদিকে বেষ্টনি হলে বৃহৎ আকার দিঘী হওয়ার দরুণ বৃহৎ টানা জাল দ্বারা মাছ উত্তোলন বাধাগ্রস্থ হবে, মাছের পরিচর্যা, পানি দূষণ রোধ এবং মাছ চাষ ক্ষতিগ্রস্থ হবে। বিধায় দিঘীর চতুরদিকে এস. এস পাইপ অথবা যেকোন ধরনের স্থাপনা দ্বারা কোন প্রকার বেষ্টনি নির্মাণ না করার জন্য আহবান জানাচ্ছি।

স্মরকলিপিতে এলাকাবসীর পক্ষে স্বাক্ষর করেন, মো. ইমাদ মিয়া, মো. আব্দুল মজিদ টিয়া মিয়া, মো. খোকন, বীর মুক্তিযোদ্ধা ননী গোপাল সিং, মো: সেলিম আহমদ, আজাদ, রুমন, আরমান, প্রবীন সিংহ, স্বপন দে, মান্নান, অভিজিৎ সিংহ, বাপ্পু, রনজু, নিলু দে, মধুমিতা সিনহা, আশুতোষ রায়, বিষ্ণু দে, রনজন সিং, অনজন সিনহা, ধৃতা সিংহ, তানভীর, মামুনুর রশিদ, মো. জাফর ইকবাল, নিহার রঞ্জন দেব, মোহাম্মদ মুকিত, সাফওয়ান সাকিব, আহনাফ হাসান, পাপন, সাইফ, রাজু, সিপু, নাইম, রামেন্দ্র চন্দ্র দে, আব্দুর রহিম মতছির, ফয়েজ হোসেন ফেরদৌস, মনাফ আহমদ, আলিফ, আব্দুল আহাদ, মাধব দে, ইমন, সজিব, মো. শাওন আলম, আমেনা বেগম রুমী, মোমিনুর রসিদ সুজন, মো. আজহার আলম, নাদিমা আলম, রোকসানা আক্তার জলি, মো. মোজম্মিল আলী, মো. মোছব্বির আলী, রায়হান, খোকন, রনি, তানিম, মোস্তফা, ফারুক, লায়েক, খালেদ, সাদিক, সুমন আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২০১ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930