শিরোনামঃ-

» বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন মতবিনিময় সভা

প্রকাশিত: ১৬. ফেব্রুয়ারি. ২০২২ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন, সিলেট শাহজালাল উপশহর কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সিএনজি ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রিয়াসাদ আজিম আদনান এর পরিচালনায় উপস্থিত ছিলেন, কামাল উদ্দিন, সাজুওয়ান আহমদ, হুমায়ুন আহমদ, মো. রেজাউল হাসান জাকারিয়া, লোকমান আহমদ মাছুম, আলহাজ্ব কাজী মাহবুব হোসেন, মনোয়ার আহমেদ, হুরাইয়ারা ইফতার হোসেন, হাজী হোসেন আহমদ, ইফতেখার আহমেদ, ফরহাদ আলী ইমন, মুরাদ আলী সুমন, আলী আফছার. মো. ফাহিম, ওয়ালি মাহমুদ, আখতার ফারুক লিটন, রেজওয়ান আহমদ চৌধুরী, আব্দুল খালেদ, আনহার উদ্দিন, ফরিদ আহমদ, স্যার জন রাসু, মো. মাহবুবুর রহমান, নাঈম ইমতিয়াজ প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফয়েজ উদ্দিন আহমদ।

মতবিনিময় সভার শুরুতে জালালবাদ গ্যাস এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সুয়েব আহমদ মতিনের সাথে সৌজন্য সাক্ষাত করে বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের মালিকগণ বিভিন্ন সমস্যার কথা তোলে ধরেন। পরে তাদের নিজে কার্যালয়ে এসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ সিলেট অঞ্চলের সকল সিএনজি স্টেশন মালিকরা বিভিন্ন সমস্যা পেশ করেন এবং সভার সম্মতিক্রমে সমস্যা সমাধানে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ১৬৯ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930