শিরোনামঃ-

» বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডলের নি:শর্ত মুক্তির দাবিতে সিলেটে সমাবেশ

প্রকাশিত: ০৭. এপ্রিল. ২০২২ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ

অবিলম্বে বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডলের নি:শর্ত মুক্তির এবং ঘটনার ষড়যন্ত্রের সাথে জড়িতদের গ্রেফতার দাবিতে সিলেটে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেল ৩টায় প্রগতিশীল সংগঠনসমূহ, সিলেট এর উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়।

সমাবেশে উদীচী সিলেট জেলা সভাপতি এনায়েত হাসান মানিক এর সভাপতিত্বে এবং বিজ্ঞান আন্দোলন মঞ্চের সমন্বয়কারী প্রণব জ্যেতি পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড: হিমাদ্রি শেখর রায়, সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, বাপা জেলা সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, বাসদ মার্কসবাদী জেলা সদস্য রেজাউর রহমান রানা, নারী মুক্তি কেন্দ্র জেলা সংগঠক লক্ষী পাল, উষার পরিচালক তমিস্রা তিথি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মহানগর সভাপতি সঞ্জয় কান্তি দাস, ছাত্র ইউনিয়নের জেলা আহবায়ক মণিষা ওয়াহিদ, ছাত্র কাউন্সিল নগর সভাপতি বিশ্বজিত শীল, ছাত্র ইউনিয়নের জেলা কোষাধ্যক্ষ সন্দীপ দাস।

সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক খায়রুল হাছান, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক প্রণব কান্তি দেব, মঈনউদ্দীন আদর্শ মহিলা কলেজ এর প্রভাষক মোঃ মাহবুবুর রউফ, ছাতক সরকারি কলেজের প্রভাষক বি.এইচ আবীর, সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য মহিতোষ দেব মলয়, মহিলা ফোরামের জেলা সভাপতি মাসুমা খানম, উদীচী জেলা সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, চারণ সাংস্কৃতিক কেন্দ্র জেলা সংগঠক নাজিকুল ইসলাম রানা, যুব ইউনিয়ন জেলা সহসম্পাদক কে. এ শাকিল, গণজাগরণ মঞ্চ এর মুখপাত্র দেবাশীষ দেবু, মহিলা ফোরামের জেলা সাধারণ সম্পাদক কবিতা চন্দ্র, প্রগতিশীল রাজনৈতিক কর্মী নিরঞ্জন সরকার অপু, গণজাগরণ মঞ্চের সংগঠক রাজীব রাসেল, যুব ইউনিয়ন নেতা নাবিল এইচ, ছাত্র ফ্রন্টের মহানগর সাধারণ সম্পাদক সাদিয়া নোশিন তাসনিম, শ্রমিক ফ্রন্টের সংগঠক মঞ্জুর আহমেদ।

সমাবেশে বক্তারা বলেন, অসাম্প্রদায়িক চেতনার মুক্তিযুদ্ধের বাংলাদেশে আজ ৫১ বছর পর একজন বিজ্ঞান শিক্ষককে বিজ্ঞান শিক্ষা দেওয়ার অপরাধে কারাগারে পাঠানো লজ্জাজনক এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী।

বক্তারা অবিলম্বে বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডলের নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ১৭৭ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930