শিরোনামঃ-

» গোপশহর যুব সংস্থার নতুন কার্যনির্বাহী পরিষদের ঘোষণা; সভাপতি হাজী মোঃ ইকবাল উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালিক

প্রকাশিত: ১১. এপ্রিল. ২০২২ | সোমবার

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ

সুশীল সমাজ গড়ার অবিরাম প্রত্যয় এই সুন্দর মূলমন্ত্রকে সামনে রেখে গ্রামের সকল যুবক একই ছায়াতলে এসে কল্যানধর্মী কার্যক্রম বাস্তবায়ন ও মানবতার সেবায় নিজেদের আত্মনিয়োগের উদ্দেশ্য গড়ে ওঠা আমাদের গ্রামের প্রিয় সংগঠন “গোপশহর যুব সংস্থা”। এই সংগঠনের প্রানশক্তি হলো অদম্য প্রাণচঞ্চল সাহসী উদ্যম নিয়ে এলাকার সর্বস্তরের মানুষের জন্য সমাজকল্যানমূলক কাজ নিশ্চিত করা এবং এই সুন্দর মহৎ কার্যক্রম বাস্তবায়নের জন্য একটি সুন্দর টিম নিয়ে নতুন উদ্যমে পরিচালিত হওয়ার জন্য ১নং মোল্লারগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহি গোপশহর গ্রামের “গোপশহর যুব সংস্থা” এর পুরাতন কমিটি বিলুপ্ত করে, নতুন কার্যনির্বাহী পরিষদ সর্ব সম্মতিক্রমে ঘোষনা করা হয়৷

“গোপশহর যুব সংস্থা” ২০২২ ও ২০২৩ সালের ১৭৭ বিশিষ্ট কার্যকারী কমিটি গঠিত হয়৷

উপদেষ্টা পরিষদ- (১) আব্দুস সালাম দিলাল (২) আসমল খাঁন (৩) আজির উদ্দীন (৪) রফিক মিয়া (৫) শামিম আহমদ (৬) গিয়াস উদ্দীন (৭) সিরাজ উদ্দীন (৮) আফতাব উদ্দীন (৯) আলী আহমদ (১০) মিলাদ উদ্দীন (১১) ইমরান আহমদ (১২) আল আমিন (১৩) আলা উদ্দীন (আলন)৷

উপদেষ্টা পরিষদ নির্বাহী সদস্য- (১) সুন্দর আলী (২) রহমত আলী (৩) আওলাদ উদ্দীন (৪) জীবন আহমদ (৫) নিজাম উদ্দীন (৬) আব্দুস সামাদ (৭) রবিউল আহমদ (৮) সাকিল হক (৯) আলমগীর আহমদ (১০) সালমান আহমদ (১১) নাজমুল হোসেন (১২) মিকাঈল আহমদ পাপন (১৩) হাবিবুর রহমান (১৪) রুবেল আহমদ (১৫) রুমান আহমদ (১৬) রনি আহমদ (১৭) নাছের আহমদ (১৮) সাবিত আহমদ (১৯) নাহিদ আহমদ (২০) সানাউল হক (২১) মিজানুর রহমান বাবর (২২) ইরন আহমদ (২৩) মর্তুজা আহমদ (২৪) কয়েছ আহমদ (২৫) মালেক আহমদ ৷

কার্যকারী কমিটির সভাপতি হাজী মো: ইকবাল উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি সোনাহর আলী সোহেল, সহ-সভাপতি মো: জহির উদ্দীন, সহ-সভাপতি মো: শাহিন আহমদ, সাধারণ সম্পাদক মো: আব্দুল খালিক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মিজান, যুগ্ন সাধারণ সম্পাদক পারভেজ আহমদ (পূর্ব), সাংগঠনিক সম্পাদক মো: এহিয়া আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মো: পারভেজ আহমদ (দক্ষিণ), অর্থ সম্পাদক মো: আবুল কালাম, সহ অর্থ সম্পাদক- আহসান হাবিব, সহ অর্থ সম্পাদক মো: সুজন আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামিম আহমদ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক তাহমিদ আহমদ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সজিব আহমদ, প্রচার সম্পাদক সুমিন আহমদ, সহ প্রচার সম্পাদক- নাজেল আহমদ, সহ প্রচার সম্পাদক জুনেদ আহমদ, সহ প্রচার সম্পাদক ফয়জুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইমন আহমদ, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লিপু আহমদ, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুবেল আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক- মাওলানা আব্দুর রউফ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক- তুষার আহমদ, দপ্তর সম্পাদক ছাবেদ আহমদ, সহ দপ্তর সম্পাদক খালেদ আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক সুরমান আলী, সহ কৃষি বিষয়ক সষ্পাদক ফকির আহমদ, সহ কৃষি বিষয়ক সম্পাদক- ছালেক আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক তামিম আহমদ, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক খালেদ মোশারফ, মহিলা বিষয়ক সম্পাদক মোছা: হাছনা হেনা, সহ মহিলা বিষয়ক সম্পাদক- মোছা: সাহানা বেগম, কার্য-নির্বাহী সদস্য- সুমন আহমদ, তৌহিদ খাঁন, পারভেজ আহমদ(পশ্চিম) আতাহার খাঁন, মো: ফয়ছল খাঁন, মো: সাহেল মালিক (উত্তর) মো: সাহেল আলী (পূর্ব) মো: শাহজাহান, মো: তালেব খাঁন, রুহান আহমদ, ছালিম আহমদ, সাধারণ সদস্য- নুরুল ইসলাম, ফয়ছল আহমদ, আব্দুল গনি, খলকু মিয়া, রিজুম মিয়া, আব্দুল করিম, সুরফান আহমদ, সাবেল আহমদ, জুম্মান আহমদ, সেবুল আহমদ, কয়েছ মিয়া, ফয়েজ মিয়া, সাব্বির আহমদ, টিটু আহমদ, আত্তর মিয়া, সুহেল আহমদ-২, পারভেজ আহমদ (উত্তর), সেলিম আহমদ, সুমন আহমদ-২, আকদ্দছ আলী, তোফায়েল আহমদ, তারেক আহমদ, আহমদ মিয়া, রহমত মিয়া, মো: আব্দুর রহমান, হাফিজ আবু ফাত্তাহ, সাহেদ আহমদ, রাজন আহমদ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৭৬ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930