শিরোনামঃ-

» বৈশাখের অনুষ্ঠানে মুক্তাক্ষরের আবৃত্তি পরিবেশন

প্রকাশিত: ১৪. এপ্রিল. ২০২২ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ

বাঙালির চেরচেনা আনন্দ বিজরিত বাংলা বারমাসের একটি মাস বৈশাখ। আর পহেলা বৈশাখ ছোট বড় সবারই প্রিয় একটি দিন। তাই এই দিনটিকে ঘিরে বাংলা নববর্ষের সূচনা। হাসি খুশির এই দিনটিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন সিলেট ও জেলা শিল্পকলা একাডেমি সিলেট। আকাশ ভরা সূর্য তারা- বিশ্ব ভরা প্রাণ এই স্লোগানকে সামনে নিয়ে মুক্তমঞ্চ রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় অনু্ষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।

নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের ধারাবাহিকতা শুরু হয়। বিভিন্ন সংগঠনের পাশাপাশি আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর আমন্ত্রণে অংশগ্রহণ করে।

নুতন বছরকে স্বাগত জানিয়ে পহেলা বৈশাখ ও ১৪২৯ নববর্ষের বাঙালির প্রাণের উৎসবকে ঘিরে বাউল সূর্য লালের একক সংগীতের পর বিমল করের গ্রন্থনা ও নির্দেশনায় প্রান্ত দাসের সঞ্চালনে কবি শামসুর রাহমান, কবি দিলওয়ার, কবি সুফিয়ান আহমদ চৌধুরী ও ইমতিয়াজ সুলতান ইমরান এর ছড়া কবিতায় কণ্ঠ দেন শুচি, ত্রিপর্ণা, ত্রয়ী, মন্ত্র, ঐশিকা,মনিষা, প্রভা, পূর্ণতা,রাই সী ও রাফিজা দলগত আবৃত্তি পরিবেশন করে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫১১ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930