শিরোনামঃ-

» মেট্ট্রোসিটি উইমেন্স কলেজ’এ সংবর্ধনা

প্রকাশিত: ১২. মে. ২০২২ | বৃহস্পতিবার

নারী সমাজ শিক্ষা দীক্ষায় অগ্রসর হলে দেশ এগিয়ে যাবে : স্পিকার আহবাব হুসাইন

স্টাফ রিপোর্টারঃ

লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এর স্পিকার আহবাব হুসাইন বলেছেন, সুশিক্ষিত নারী সমাজ স্বনির্ভর দেশ গড়ার কারিগর। নারী সমাজ শিক্ষা দীক্ষায় অগ্রসর হলে দেশ এগিয়ে যাবে, শিক্ষিত নারীরাই আগামীর বাংলাদেশ। আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলতে হবে।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে নগরীর শাহজালাল উপশহরস্থ মেট্ট্রোসিটি উইমেন্স কলেজ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি মেট্ট্রোসিটি উইমেন্স কলেজের উদ্যোগে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানকে সাধুবাদ জানিয়ে কলেজের সার্বিক উন্নয়নে আর্থিক সহায়তা সহ সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন।

কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ্ব মুসলেহ উদ্দিন খান এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসেম্বলি মেম্বার, গ্রেটার লন্ডন অথোরিটি উন্মেশ দেশাই, লন্ডন টি এক্সচেঞ্জ এর চীফ এক্সিকিউটিভ শেখ অলিউর রহমান, ইন্টারন্যাশনাল ক্যারেম ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সোনাহর আলী, ক্যাপিটাল কিডস ক্রিকেট এর চীফ এক্সিকিউটিভ শহীদুল আলম রতন, এল টি ই বাংলাদেশ-মাস্টার ফ্রাঞ্চাইজ এর চেয়ারম্যান আব্দুল করিম নাজিম, ব্রিটিশ বাংলাদেশ ফ্যাশন কাউন্সিল এর চেয়ারম্যান ফখরুল হক, বিশিষ্ট শিল্পপতি মিসবাহ চৌধুরী, সিটি অব লন্ডনের কাউন্সিলর মনসুর আলী, কনজারভেটিব পার্টি ইউ এক্স ব্রাইট লন্ডন এর ডেপুটি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ কাদির, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক তপন মিত্র, আপন এসোসিয়েট এর মহাব্যবস্থাপক এ কে এম আশরাফ উদ্দিন, শ্যাডওয়েল এন্টারপ্রাইজ এর সিইও আসিক রহমান, এল টি ই বাংলাদেশ এর সদস্য মোহাম্মদ তানিম উদ্দিন করিম, লন্ডন টি এক্সচেঞ্জ এর সদস্য মনিরুজ্জামান সামি, তাজা প্রিমিয়াম টি এর চেয়ারম্যান ইশতিয়াক উদ্দিন খান।

মেট্রোসিটি উইমেন্স কলেজ এর প্রভাষক নাফিসা তাবাস্সুম ও প্রভাষক শামসুল হুদা মোস্তফার যৌথ সঞ্চালনায় সংবর্ধনা

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন কলেজের শিক্ষার্থী মারুফা আক্তার।

স্বাগত বক্তব্য রাখেন মেট্রোসিটি উইমেন্স কলেজ এর প্রিন্সিপাল ড. মুহাম্মদ মাইন উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলেজের গভর্নিং বডির নির্বাহী পরিচালক আয়কর আইনজীবী বাহাউদ্দিন বাহার, কলেজের ভাইস প্রিন্সিপাল মাজহারুল হক চৌধুরী সালমান, শিক্ষার্থী মাহী ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কলেজ গভর্নিং বডির নির্বাহী পরিচালক শাহজাহান আলী, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক রেজওয়ান আহমদ, ২২নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক ফুয়াদ বক্স মামুন, কলেজের সহকারী অধ্যাপক মো. আলাউদ্দিন আলাল, আয়শা আক্তার, সুলতানা নিলুফা ইয়াসমিন, বিক্রম দে, প্রভাষক মোস্তফা শাহাদত আদনান, প্রভাষক মিলন মিয়া, আল আমিন প্রমুখ।

কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান আলহাজ্ব মুসলেহ উদ্দিন খান লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এর স্পিকার আহবাব হুসাইন এর নেতৃত্বে আগত প্রতিনিধি দলের প্রতি অভিনন্দন জানিয়ে বলেন, আপনাদের আগমন আমাদেরকে সম্মানিত করেছে। আমি আশা করি আপনাদের সার্বিক সহযোগীতায় এই কলেজ এ অঞ্চলের নারী শিক্ষার ক্ষেত্রে ব্যপক অবদান রাখবে। তিনি প্রয়াত সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী কর্তৃক ইতিপূর্বে কলেজে অনুদান প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের কলেজের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট উপহার দেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান আলহাজ্ব মুসলেহ উদ্দিন খান। পরে কলেজ শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৩২১ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930