শিরোনামঃ-

» জাহেদুল হক মিলু শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে প্রেরনার উৎস : বাসদ

প্রকাশিত: ১৪. জুন. ২০২২ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টারঃ

বাসদ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি কমরেড জাহেদুল হক মিলুর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১৪ জুন) বিকাল ৫টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হারুন মিয়া, মনজুর আহমদ, শহীদ মিয়া, ইউসুফ আলী, আনোয়ার হোসেন, শুক্কুর আলী, জসিম উদ্দিন, মকবুল হোসেন, রিয়াজ আহমদ, মো. সৈকত, কুটি মিয়া, সিরাজ হোসেন প্রমুখ।

স্মরণসভায় বক্তারা বলেন, দেশের শ্রমজীবী মানুষ এক সংকটময় সময় অতিবাহিত করছে। কর্মস্থলে, সড়কে মৃত্যুর মিছিল।

বিদেশে টাকা পাচারের অসংখ্য কাহিনী। বেকারত্ব, কম মজুরি, আইনি খড়গ, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি শ্রমজীবী মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলছে। বক্তারা বলেন, আজকের এই সংকটকালীন সময়ে কমরেড জাহেদুল হক মিলু খুবই প্রাসঙ্গিক। আজীবন শোষণমুক্ত, অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম করে গেছেন কমরেড জাহেদুল হক মিলু।

বক্তারা বলেন, আজও কমরেড জাহেদুল হক মিলু শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে প্রেরনা উৎস হয়ে আছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৭১ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930