শিরোনামঃ-

» ছাতকে মিলন ও মিজানের নেতৃত্বে লিফলেট বিতরণ ও প্রচার মিছিল

প্রকাশিত: ০৯. নভেম্বর. ২০২২ | বুধবার

বিএনপি বিভাগীয় গণসমাবেশ ডেকেছে সেখানেই সরকার প্রতিহত করতে নানা পন্থা অবলম্বন করেছে

স্টাফ রিপোর্টারঃ
সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ১৯ নভেম্বর শনিবার বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে ছাতক উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ছাতক পৌর শহরে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার (৯ নভেম্বর) বিকেলে পৌর শহরের বাগবাড়ি পয়েন্ট থেকে মিছিল ও লিফলেট বিতরণ শুরু করা হয়।

প্রচার মিছিল ও লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, যেখানে জাতীয়তাবাদী বিএনপি বিভাগীয় গণসমাবেশ ডেকেছে সেখানেই সরকার প্রতিহত করতে নানা পন্থা অবলম্বন করেছে। কিন্তু তাতেও কোন লাভ হয়নি। দেশের আপামোর জনতা ও দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণ তা বুঝিয়ে দিয়েছে। নেতৃবৃন্দ আরো বলেন, আগামী ১৯ নভেম্বর সিলেটে বিভাগীয় গণসমাবেশ সফলে বিএনপির প্রত্যক নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে। যে কোন ধরনের বাধা-বিপত্তি আসুক না কেন, শান্তিপূর্নভাবে তা প্রতিহত করতে হবে এবং সবাই জাতীয়তাবাদী চেতনার উৎসর্গ করে দলে দলে সমাবেশে যোগদান করতে হবে।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, সাবেক উপজেলা চেয়ারম্যান, জেলা বিএনপির সহ সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলামের নেতৃত্বে শহরে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে।

প্রচার মিছিল ও লিফলেট বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি আকবর হোসেন, জেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, জেলা বিএনপির সহ সভাপতি ও পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব সৈয়দ তিতুমীর, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক আবু হুরায়রা ছুরত, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সামছুর রহমান সামছু, পল্লী উন্নয়ন বিযয়ক সহ সম্পাদক, কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল আফতাব আলী, মাহবুবুর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদিন মহি, জেলা বিএনপি নেতা ছায়াদুজ্জামান ছায়াদ,এনামুল কবির, ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল, জসিম উদ্দিন সালমান, আংগুর মিয়া, বিএনপি নেতা তাজুল ইসলাম তালুকদার, বাবুল মিয়া মেম্বার, আলী হোসেন মানিক, দিল হুসেন, দিদার আলম, জেলা যুবদলের সহ সভাপতি আব্দুর রহিম, সদস্য সাজ্জাদুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিজন মিয়া তালুকদার, পৌর যুবদলের আহবায়ক তারেক হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ মুনসুর আলী, ফয়েজ আহমদ, কামাল হোসেন, আব্দুল কাইয়ুম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরফুল হক খেলন, আজিজুর রহমান আয়েছ, উপজেলা কৃষক দলের আহবায়ক মনির উদ্দিন, সদস্য সচিব বশির উদ্দিন যুগ্ম আহবায়ক আব্দুল মুকিত, আজর আলী, কুতুব উদ্দিন, মোস্তাব আলী, হেলাল উদ্দিন, ফজর আলী, কামাল উদ্দিন, আব্দাল আমিন, পৌর বিএনপির সদস্য শাহীনুল হক চৌধুরী, পৌর কৃষক দলের আহবায়ক আব্দুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুক আহমদ, যুবদল নেতা  সাজ্জাদ হোসাইন মনির, সেলিম আহমেদ, জয়নাল আবেদিন রফিক, ফখরুল আলম, কামাল উদ্দিন, আব্দুল মুনিম মামনুন, ইজাজুল হক রনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান সুজন, সদস্য সচিব আব্দুল বাকি মুহিত, ছাত্রদলের মাহবুব আহমেদ, স্বাচ্ছা আবেদিন, সাহেদ ইয়াছিন, শরিফ উদ্দিন মাহিব সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৯ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30