শিরোনামঃ-

» সিলেটে কমরেড ধীরেন সিংহকে শহীদ মিনারে শেষ শ্রদ্ধায় বিদায়

প্রকাশিত: ০৭. ডিসেম্বর. ২০২২ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল) র কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য ও সিলেট জেলা সম্পাদক, সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াকু সৈনিক, সিলেটের প্রগতিশীল আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব কমরেড ধীরেন সিং এর প্রতি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শেষ বিদায় জানিয়েছেন।

বুধবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে তাঁর মরদেহ নেওয়া হয়। বেলা ১২ টা পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ শহিদমিনার প্রাঙ্গণে রাখা হয়। পরবর্তীতে সাগর দিঘীর পাড়স্থ মনিপুরী শ্মশানে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা ও মহানগর আওয়ামী লীগ, জাসদ জেলা ও মহানগর, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি , বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল), বাংলাদেশ জাসদ, বাসদ, বাসদ (মার্কসবাদী), ওয়ার্কাস পার্টি, সাম্যবাদী আন্দোলন, ন্যাপ , বিপ্লবী কমিউনিস্ট লীগ, জাতীয় জনতা পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), উদীচী, ছাত্র ইউনিয়ন, মুক্তিযুদ্ধ পাঠাগার, মনিপুরী মহিলা সমিতি, সম্মিলিত নাট্য পরিষদ, বাপা, মনিপুরী সাহিত্য সংসদ, মণিপুরি যুব সমিতি, মণিপুরী সম্প্রদায় কল্যাণ পরিষদ (মসকপ), নীলাকাশ সংঘ, মণিপুরী রাজবাড়ী পুজা উদযাপন পরিষদ, এথনিক কমিউনিটি ডেভেলাপমেন্ট অর্গানাইজেশন, মণিপুরী যুব কল্যাাণ সংস্থা নেতৃবৃন্দ, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ বর্মণ রানা, সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুুরী, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত শন্তু, রবীন্দ্র সংগীত শিল্পী রানা কুমার সিনহাসহ সিলেটের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী ও শুভাকাঙ্খীসহ অসংখ্য মানুষ তাকে ফুলেল শ্রদ্ধার মাধ্যমে শেষ বিদায় জানান। শ্রদ্ধা নিবেদন শেষে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল পরিবেশন করা হয়।

পরিবারে পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে কমরেড ধীরেন সিং এর সহধর্মিণী সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রসঙ্গত, সিলেটের প্রবীণ রাজনীতিবিদ, বাংলাদেশের সাম্যবাদী দলের কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য, সিলেট জেলার সাধারণ সম্পাদক কমরেড ধীরেন সিংহ মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত ৮টা ৩১ মিনিটে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য রাজনৈতিক সহযোদ্ধা-সহকর্মী, আত্মীয় স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

ধীরেন সিংহ সিলেট মনিপুরী রাজবাড়ি এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি ২০১৬ সালে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরসঙ্গী হয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সাম্যবাদী দলের পলিটব্যুরোর পাশাপাশি মণিপুরি যুব সমিতির (বামযুস) কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।

এই সংবাদটি পড়া হয়েছে ১৫৭ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930