শিরোনামঃ-

» মহান বিজয় দিবসে সিলেট সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন কর্মসূচী পালন

প্রকাশিত: ১৬. ডিসেম্বর. ২০২২ | শুক্রবার

স্টাফ রিপোর্টারঃ

৫১তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে অন্যান্য বছরের মত এবার ও সিলেট সিভিল সার্জন কার্যালয় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করেছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) দিনের শুরুতেই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ডাক্তার নূরে আলম শামীম ভারপ্রাপ্ত বিভাগীয় পরিচালক স্বাস্থ্য সিলেট বিভাগ ও ডাক্তার মাইমুন নাহার নাসরিন মেডিকেল অফিসার-ডিআরএস, সিভিল সার্জনের কার্যালয়, সিলেট অন্যান্য কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।

ভোর ৬টা ৩৫ মিনিটে সিভিল সার্জন সিলেট ডাক্তার এস এম শাহরিয়ার এর নেতৃত্বে সিলেট সিভিল সার্জন কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে সকাল ৭টায় জেলা প্রশাসক কার্যালয়ের বঙ্গবন্ধু ম্যুরাল-এ ও সকাল সাড়ে ৭টায় সিলেট সিভিল সার্জন কার্যালয়ের বঙ্গবন্ধু ম্যুরাল-এ পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় সিলেট সিভিল সার্জন কার্যালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন সিলেট ডাক্তার এসএম শাহরিয়ার এর সভাপতিত্বে ও এমওসিএস ডাক্তার স্বপ্নীল সৌরভ রায় এর সঞ্চালনায় সিলেট সিভিল সার্জন কার্যালয়ে সকাল ১০টায় ইপিআই কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত বিভাগীয় পরিচালক স্বাস্থ্য সিলেট বিভাগ ডাক্তার নুরে আলম শামীম।

আরো বক্তব্য রাখেন, ডাক্তার জন্মেজয় দত্ত, ডেপুটি সিভিল সার্জন সিলেট, ডাক্তার আহমেদ শাহরিয়ার এমওডিসি, ডাক্তার মাইমুন নাহার নাসরিন এমও ডিআরএস ও ডাক্তার জ্যোতি দাস।

কর্মচারীবৃন্দদের মাঝে থেকে বক্তব্য রাখেন, সিলেট জেলা স্টোরকিপার আব্দুল আলী বাবলু, আলমগীর রেনু সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট।

অতিথিবৃন্দ তাদের ভাষণে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সবাইকে জানতে ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আছরের নামাজ শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনায় মিলাদ মাহফিলের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি শেষ হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১৩১ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930