শিরোনামঃ-

» সাংবাদিক অজয় পালের প্রতিকৃতিতে সিলেটের সর্বস্থরের নাগরিকদের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ১৬. জানুয়ারি. ২০২৩ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেট প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক নির্বাহী সদস্য, দৈনিক বাংলা বাজার পত্রিকা সিলেটের সাবেক ব্যুরো প্রধান, মুক্তিযুদ্ধের কলম সৈনিক প্রখ্যাত সাংবাদিক, ছড়াকার, গীতিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অজয় পালের প্রতিকৃতিতে সিলেটের সর্বস্থরের নাগরিকদের শ্রদ্ধা নিবেদন।

সোমবার (১৬ জানুয়ারী) বিকেল ৪টায় সিলেট নাগরিক কমিটি’র উদ্যোগে সিলেট চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিক অজয় পালের প্রতিকৃতিতে বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্থরের নাগরিক শ্রদ্ধা নিবেদন করেন।

সিলেট নাগরিক কমিটি’র শ্রদ্ধা নিবেদনের পর একে একে জাসদ, সিলেট জেলা প্রেসক্লাব, বাসদ, সিপিবি, সিলেট সম্মিলিত নাট্য পরিষদ, ওর্য়ার্কাস পার্টি, ইনোভেটর, মুক্তিযুদ্ধ অনুশীলন মুক্তিযুদ্ধ পাঠাগার, সম্মিলিত সাংস্কৃতিক জোট, পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট, দৈনিক যুগভেরী, প্রথম আলো উত্তর আমেরিকাসহ সাংবাদিক, রাজনৈতিক, সাংস্কৃতিক , সামাজিক সংগঠনের বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকবৃন্দ শ্রদ্ধঞ্জলী প্রদান করেন।

শ্রদ্ধা নিবেদন কালে উপস্থিত ছিলেন, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মো. আরশ আলী, জাসদ জেলা সভাপতি লোকমান আহমদ, সিনিয়র সাংবাদিক আল আজাদ, তাপস পুরকায়স্থ, প্রবাসী নেতা সাকি চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি সিকান্দার আলী, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাছান, জাসদ জেলা সাধারণ সম্পাদক এ. কে কিবরিয়া চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিলেট বিভাগীয় সমন্বয়ক শামসুল আলম সেলিম, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ, জাসদ মহানগর সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক গিয়াস আহমেদ, জাসদ মহানগর দপ্তর মাহমুদুল হক চৌধুরী, বাসদ জেলা সদস্য জুবায়ের আহমেদ চৌধুরী সুমন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব উত্তম সিংহ রতন, এনামুল মুনির, দৈনিক যুগভেরী পত্রিকার নির্বাহী সম্পাদক অপূর্ব শর্মা, বাপা জেলা সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, সম্মিলিত নাট্য পরিষদের পরিচালক অরিন্দম দত্ত চন্দন, ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল দেব, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, ইনোভেটর এর মুখ্য নির্বাহী প্রনব কান্তি দেব, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু, সাংবাদিক আব্দুল রশীদ রেনু, আমিরুল ইসলাম চৌধুরী ইয়াইয়া, চয়ন চৌধুরী, সুমন কুমার দাশ, ইয়াইয়া ফজল, রাজীব রাসেল, ইয়াইয়া মারুফ, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৫ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930