শিরোনামঃ-

» দক্ষিণ সুরমায় স্বাধীনতা দিবস উদযাপন

প্রকাশিত: ২৬. মার্চ. ২০২৩ | রবিবার

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদার সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

কর্মসুচির মধ্যে ছিলো, সুর্যোদয়ের সাথে সাথে উপজেলা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

রবিবার (২৬ মার্চ) সুর্যোদয়ের সাথে সাথে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত লায়লা নীরার নেতৃত্বে প্রথমে শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এরপর একে একে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, মুক্তিযোদ্ধা সংসদ, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা, দক্ষিণ সুরমা স্বাস্থ্য কমপ্লেক্স, আওয়ামী লীগ, যুবলীগ, তাঁতী লীগ সহ বিভিন্ন সংগঠন।

এরপর সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ, সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দক্ষিণ সুরমা উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত লায়লা নীরার সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার লুৎফুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ শামসোদ্দোহা পিপিএম, মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম।

এর আগে, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব সহ অতিথিবৃন্দ বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাখন চন্দ্র সুত্রধর, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হক, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোয়াজ্জিদুল হক তুহিন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের চঞ্চল মাহমুদ ফুলর, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ সানোয়ার আলী, প্রচার সম্পাদক ইসমাঈল আলী টিপু, দফতর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেল, সদস্য নোমানুল ইসলাম ইমরান প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৫ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930