শিরোনামঃ-

» মৌলভীবাজার সমিতি সিলেটের ইফতার মাহফিল ও অভিষেক

প্রকাশিত: ৩১. মার্চ. ২০২৩ | শুক্রবার

আত্মসুদ্ধির মাস মাহে রমজানে আমাদেরকে সংযমী হয়ে চলতে হবে : মেয়র আরিফ

ডেস্ক নিউজঃ
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আত্মসুদ্ধির মাস মাহে রমজানে আমাদেরকে সংযমী হয়ে চলতে হবে। কোরআন নাযিলের এই মাসে আমাদেরকে সর্বক্ষেত্রে ত্যাগ স্বীকার করতে হবে।

তিনি শুক্রবার (৩১ মার্চ) বিকেলে নগরীর ধোপাদিঘীরপাড়স্থ একটি কমিউনিটি সেন্টারে মৌলভীবাজার সমিতি সিলেটের ইফতার মাহফিল ও ২০২৩-২০২৪ সেশনের নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি সমিতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, সমিতির উপদেষ্টা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।

সমিতির সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌসীর পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন সমিতির সদস্য মাওলানা কে এম আশরাফ আলী। রমজানের তাৎপর্য বিষয়ক বক্তব্য রাখেন, সমিতির সদস্য ফুলবাড়ি আজিরিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার প্রভাষক হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমিতির সাবেক সভাপতি প্রফেসর ডা. আজিজুর রহমান, জামিল আহমদ চৌধুরী, এডভোকেট আব্দুল খালিক, উপদেষ্টা আইআইসিটি অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বনমালী ভৌমিক, উপদেষ্টা প্রফেসর ডা. মো. তাজ উদ্দিন, চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, প্রফেসর সৈয়দ আব্দুল ওয়াদুদ, অবসরপ্রাপ্ত ব্যাংকার মো. জসিম উদ্দিন, ইউনিয়ন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন কবির, জুবায়ের রকিব চৌধুরী।

শিক্ষা ট্রাস্টের সদস্য প্রফেসর ছয়ফুল কবির চৌধুরী, চৌধুরী মামুন আকবর, প্রফেসর মুহিবুল আলম, বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ মো. ফখরুল ইসলাম, আহমদ কবির হায়দরী, সুনামগঞ্জ সমিতি সিলেটের সেক্রেটারী অধ্যাপক সাব্বির আহমদ, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রফিক, প্রবীণ শিক্ষাবিদ সাদ ওবায়দুল লতিফ, এডভোকেট আব্দুর রব। কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ সভাপতি প্রফেসর ডা. মো. হেলাল উদ্দিন, হাজী রুস্তুম খান, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, মোহাম্মদ মফিক আলী, অর্থ সম্পাদক এডভোকেট মোহাম্মদ সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম, ক্রীড়া সম্পাদক এ কে এম ওয়াহিদুর রব জগলু, প্রচার সম্পাদক মো. শহিদুর রহমান স্বপন, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট অরূপ শ্যাম বাপ্পী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফজলুল হক সোহেল, দপ্তর সম্পাদক অঞ্জন কুমার দাস, শিক্ষা সম্পাদক নুরুল ইসলাম আশুক, সদস্য সৈয়দ মহসিন হোসেন, বাবুল সিদ্দিকী, মিজানুর রহমান খোকন, এডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা প্রমুখ। অভিষেক উপলক্ষে সমিতির অভিষেক স্মারক উন্মোচন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী।

এই সংবাদটি পড়া হয়েছে ১৬৫ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930