শিরোনামঃ-

» ‘সুবিচার পেতে’ আইনি লড়াইয়ে টুকেরবাজার ইউপি’র ৩নং ওয়ার্ডের সদস্য প্রার্থী সিরাজ

প্রকাশিত: ২৭. এপ্রিল. ২০২৩ | বৃহস্পতিবার

ডেস্ক নিউজঃ
গত ১৬ মার্চ সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে ৩নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী সিরাজ মিয়া এক ভোটের ব্যবধানে হেরে যান এবং বিজয়ী হন নাছির উদ্দিন।

তবে এ ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় ভোট গণনার দাবি জানান সিরাজ মিয়া। দু’দিন পর তার সমর্থকরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভও করেন। তাঁর সমর্থকদের দাবি আদায় না হওয়ায় পরবর্তীতে সিরাজ মিয়া এ ফলাফলকে চ্যালেঞ্জ করে নির্বাচনী ট্রাইব্যুনাল সিনিয়র সহকারী জজ সিলেট সদর আদালতে মামলা দায়ের করেন।

মামলাটি আদালত আমলে নিয়ে জেলা নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট সকলকে নোটিশ প্রদানের মাধ্যমে ফলাফলের গ্যাজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে পরবর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেছেন।

এদিকে জানা গেছে, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে নাছির উদ্দিনসহ গত ১৬ মার্চ সিলেটের সদর ও  ফেঞ্চুগঞ্জের ৮ ইউনিয়নে নবনির্বাচিত ইউপি সদস্যরা শপথগ্রহণ করেছেন।

টুকেরবাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পরাজিত প্রার্থী সিরাজ মিয়া বলেন, ভোটে আমাকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে। নির্বাচনের পরপরই আমি লিখিতভাবে এই অভিযোগ জেলা প্রশাসক বরাবরে দায়ের করেছি। পরবর্তীতে মামলাও দায়ের করেছি। আশা করি আমি সুবিচার পাবো।

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৭ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930