শিরোনামঃ-

» সিসিক নির্বাচনে প্রার্থীতা ফিরে পেতে যারা আপিলের জন্য আবেদন করেছেন

প্রকাশিত: ২৯. মে. ২০২৩ | সোমবার

নিজস্ব রিপোর্টারঃ

আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন ৩ মেয়র ও ১০ কাউন্সিলর প্রার্থী।

মেয়র পদে আপিলকারী ৩ স্বতন্ত্র প্রার্থীরা হলেন, মোহাম্মদ আব্দুল মান্নান খান, মৌলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মো: শাহজাহান মিয়া।

মঙ্গলবার (৩০ মে) আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

ইতিমধ্যে এসব প্রার্থীরা নির্বাচন কমিশনের নিকট আপীল আবেদন জমা দিয়েছেন।

কাউন্সিলর পদে মনোনয়ন ফিরে পেদে আপীল করেছেন- সংরক্ষিত ২নং ওয়ার্ডের প্রার্থী জুমানা আক্তার জুঁই, সংরক্ষিথ ৩নং ওয়ার্ডের প্রার্থী শ্যামলী সরকার, সংরক্ষিত ৪নং ওয়ার্ডের প্রার্থী তাহমিনা বেগম, সংরক্ষিত ৫নং ওয়ার্ডের প্রার্থী আয়না বেগম, সংরক্ষিত ৬নং ওয়ার্ডের প্রার্থী কামরুন নাহার চৌধুরী।

২৮নং ওয়ার্ডের প্রার্থী মো. ফখরুল ইসলাম, ৩৩নং ওয়ার্ডের প্রার্থী আবু সাদেক মোহাম্মদ ও খায়রুল ইসলাম চৌধুরী, ৩৪নং ওয়ার্ডের প্রার্থী মাওলানা মো. রফিকুল ইসলাম এবং ৩৯নং ওয়ার্ডের প্রার্থী মো. শাহাব উ্দ্দীন লাল।

উল্লেখ্য, এর আগে গত ২৫ মে ৫ জন মেয়র ও ১১ জন কাউন্সিরর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

নির্বাচন কমিশন ঘোষিত তফসীল অনুযায়ী আগামী ২১ জুন প্রথমবারের মতো ইভিএম এর মাধ্যমে ১৯০টি কেন্দ্রে সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এতে মোট ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন ভোটার দিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫৩ হাজার ৭৬৩ ও নারী ২ লাখ ৩২ হাজার ৮৪২ জন।

এই সংবাদটি পড়া হয়েছে ১২১ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30