শিরোনামঃ-

» প্রথমবারেই সফল অস্ত্রোপচার করলো দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

প্রকাশিত: ১৬. জুলাই. ২০২৩ | রবিবার

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ

দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা সেবায় রবিবার (১৬ জুলাই) হাসপাতালে শল্যচিকিৎসা কার্যক্রমের জন্য একটি বিশেষ দিন ছিল। এই দিনে সিলেট জেলার উপজেলা পর্যায়ে প্রথম জেনারেল সার্জারিতে পিত্তথলির পাথরের অস্ত্রোপচার (ঙঢ়বহ পযড়ষবপুংঃবপঃড়সু) করা হয়। এর মাধ্যমে সিলেট জেলার মধ্যে ও উপজেলা পর্যায়ে প্রথম জেনারেল সার্জারিতে বড় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হল এবং হাসপাতালের সাফল্যে আরও একটি পালক যুক্ত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: মো. মঈনুল আহসানের সার্বক্ষণিক তত্ত্বাবধান এবং দিকনির্দেশনায় অত্র অস্ত্রোপচারে ডা: মোঃ ইউসুফ জামিল (জুনিয়র কনসালট্যান্ট জেনারেল সার্জারি এর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন, ডা: মোঃ কামরুল গাফফার (জুনিয়র কনসালট্যান্ট এনেস্থেশিয়া) ডা: রুবাইয়া আহমেদ (আবাসিক মেডিকেল অফিসার), শিপা বেগম (নার্সিং সুপারভাইজার ভারপ্রাপ্ত) আর রোকেয়া বেগম (নার্সিং ইনচার্জ), শ্রীদাম মালাকার (ওটি ইনচার্জ), আয়েশা খাতুন (সিনিয়র স্টাফ নার্স)।

উল্লেখ, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এই হাসপাতালের অপারেশন থিয়েটারের কার্যক্রমের উদ্বোধন করার পর থেকে অত্র প্রতিষ্ঠানটি সিলেট জেলার মধ্যে অন্যতম একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. মঈনুল আহসানের ঐকান্তিক প্রচেষ্টা এবং দিকনির্দেশনায় একের পর এক সফলভাবে অস্ত্রপচার করে আসছে। ইতিপূর্বে অনেকগুলো সফলভাবে সিজারিয়ান সেকশন অপারেশন এবং জেনারেল সার্জারির বেশ কয়েকটি মেজর অপারেশন কয়েক শতাধিক মাইনর অপারেশন সফলভাবে সম্পন্ন করে ইতিমধ্যে ব্যাপক সাফল্য অর্জন করতে সফল হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৬ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930