শিরোনামঃ-

» বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’র ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় মহিলা সংস্থার সিলেটের আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ০৮. আগস্ট. ২০২৩ | মঙ্গলবার

ডেস্ক নিউজঃ

জাতীয় মহিলা সংস্থা সিলেটের চেয়ারম্যান ও সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। বঙ্গবন্ধুর এসব লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরনাদারী ছিলেন ফজিলাতুন্নেছা মুজিব।

তিনি বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক জীবন ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি রাজনৈতিক কর্মকান্ডে অফুরান প্রেরণার উৎস হয়েছিলেন। বিদ্রোহী কবি নজরুল ইসলাম তার কবিতায় লিখেছিলেন “বিশ্বে যা কিছু চিরসুন্দর, কল্যানকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।”

তিনি আরো বলেন, বেগম মুজিবের জীবনী বিশ্লেষণে বিদ্রোহী কবির এই কবিতার যাথার্থ প্রতিফলন দেখা যায়। বাঙ্গালি জাতির মুক্তির সনদ ৬ দফা ঘোষনার পর বঙ্গবন্ধু যখন বার বার পাকিস্তান শাসকদের হাতে বন্দি জীবন যাপন করেছিলেন তখন আওয়ামী লীগের সর্বস্থরের নেতাকর্মীরা ফজিলাতুন্নেছা মুজিবের কাছে ছুটে আসতেন।

তিনি তাদের বঙ্গবন্ধুর বিভিন্ন দিক নির্দেশনা পৌছে দিতেন এবং লাড়াই-সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগাতেন। বিশেষ করে আগরতলা ষড়যন্ত্র মামলায় যখন বঙ্গবন্ধুর প্যারোলে মুক্তি নিয়ে কিছু কুচক্রি স্বাধীনতা সংগ্রামকে বিপন্ন করার ষড়যন্ত্রে মেতে উঠেছিলো তখন প্যারোলে মুক্তির বিপক্ষে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের দৃঢ়চেতা অবস্থান বাংলার মুক্তি সংগ্রামকে ত্বরান্তিত করেছিলেন, যা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে স্বার্ণাক্ষরে লেখা থাকবে।

তিনি মঙ্গলবার (৮ আগস্ট) সকালে জাতীয় মহিলা সংস্থা সিলেট এর উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

জাতীয় মহিলা সংস্থা সিলেটের এর সভাপতি হেলেন আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় মহিলা সংস্থা সিলেটের সদস্য কামরুন্নাহার বেগম, মাধুরী গুন, জহুরা আক্তার, জেলা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, সহকারী প্রোগ্রামার সুজিত বিশ্বাস, কম্পিউটার প্রশিক্ষক মো. মহিন উদ্দিন, সেলাই এন্ড এমব্রয়ডারী প্রশিক্ষক সুফিয়া বেগম, অফিস সহায়ক এনাম আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১২৭ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930