শিরোনামঃ-

» সিসিক মেয়রের সাথে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত

প্রকাশিত: ২৪. আগস্ট. ২০২৩ | বৃহস্পতিবার

ডেস্ক নিউজঃ

সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সাক্ষাতে বৃটেন ও সিলেটের নানা বিষয়ে নিয়ে আলোচনা হয়।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক মেয়রের পাঠানটুলাস্থ বাস ভবনে আসলে তাকে অভ্যর্থনা জানান তিনি।

সাক্ষাতকালে সারাহ কুক গ্লোবাল ওয়ার্মিং নিয়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বের ভুয়সী প্রশংসা করেন বলেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ অভাবনীয় সাফল্যের লক্ষে এগিয়ে যাচ্ছে। সিলেটকে পরিবেশবান্ধব উন্নয়নের জন্য ব্রিটিশ সরকারের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে মেয়র কে আশ্বস্ত করেন। সেই সাথে ব্রিটিশ বাংলাদেশিদের নিয়ে নবনির্বাচিত মেয়রের বিভিন্ন পদক্ষেপ এবং পরিকল্পনার কথা শুনে প্রশংসা করেন।

মেয়র আনোয়ারুজ্জান চৌধুরীর মিডিয়া উয়িং থেকে সাজলু লস্কর বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাহ কুক সিসিক মেয়রের সাথে আলাপকালে, সিলেটবাসীর অতিথিপরায়নতারও ব্যাপক প্রশংসার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যে নিজের মুগ্ধতার কথাও জানান।এ প্রসঙ্গে তিনি বলেন, সিলেটের সঙ্গে লন্ডনের সম্পর্ক ঐতিহাসিক এবং আত্মীয়তারও বটে। এখানে আসার পর সবার আতিথ্য ও আন্তরিকতা এবং সিলেটের সৌন্দর্যে আমি মুগ্ধ, উচ্ছসিত।

পরে মেয়রের পক্ষ থেকে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুককে সিলেটের ঐতিহ্যবাহি চা উপহার দেয়া হয়।

গত এপ্রিলের শেষ দিনে ঢাকায় আসেন সারাহ কুক। সাড়ে তিন মাসের মাথায় তিনি সিলেট এলেন।

মঙ্গলবার (২২ আগষ্ট) সিলেট পৌঁছে এক টুইট বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লেখেন, ব্রিটিশ হাইকমিশনার হিসেবে প্রথমবারের মতো সিলেটে এসে আমি আনন্দিত।

উল্লেখ্য, সাবেক ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের স্থলাভিষিক্ত হয়ে গত ৩০ এপ্রিল নতুন হাই কমিশনারের দায়িত্ব পালনের জন্য ঢাকায় আসেন সারাহ কুক। গত ৮ জুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন তিনি।

এই সংবাদটি পড়া হয়েছে ১২৭ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930