শিরোনামঃ-

» গোয়াইনঘাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ০১. সেপ্টেম্বর. ২০২৩ | শুক্রবার

ফ্যাসিস্ট সরকারকে বিদায় করাই ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রধান অঙ্গিকার : আব্দুল হাকিম চৌধুরী

গোয়াইনঘাট প্রতিনিধিঃ
গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবদুল হাকিম চৌধুরী বলেছেন, ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে
বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ গণতন্ত্রকে ফিরিয়ে আনা। আজকের দিনে আমাদের শপথ হবে এই ফ্যাসিস্ট সরকার, গণতন্ত্র বিরোধী সরকার, সমাজ বিরোধী সরকার, যারা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও সমস্ত অধিকার কেড়ে নিয়েছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এই দানব সরকারকে অপসারণ করে তাদের দুঃশাসন থেকে দেশবাসীকে রক্ষা করা। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, দেশনেত্রীকে মুক্ত করা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফিরিয়ে আনতে জাতীয়তাবাদী শক্তিকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।

তিনি শুক্রবার (১ সেপ্টেম্বর) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি বশির আহমদ,  যুগ্ম সম্পাদক  ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান  মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের  আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, যুগ্ম আহবায়ক জাহিদ খান, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহাব উদ্দিন শিহাব চেয়ারম্যান, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক নুরুল হক শিকদার, পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল আহমদ, রুস্তুমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী, পুর্ব আলীরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুর রহমান, তোয়াকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামছু উদ্দিন আল আজাদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সদস্য শাহাব উদ্দিন সাবই, ফয়জুল হক, উপজেলা কৃষক দলের সদস্য সচিব জিয়া উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য আমির মিয়া, সৈয়দ হেলাল আহমদ বাদশা, নন্দিরগাওঁ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম আলী, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মজর আলী, লুৎফুর রহমান, আলকাছ মিয়া, মনফর আলী, মতিউর রহমান মেম্বার, ইউনুস আলী, আব্দুল কাদির, আব্দুল হাসিম চৌধুরী, বাবুল মিয়া, হাজী মাসুক আহমদ, হাজির আলী, সিফত উল্লাহ, ময়বুর রহমান, কামাল আহমদ, আব্দুল মতিন লেবু, নেছার আহমদ, বিরাই মিয়া, রিয়াজ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা যুবদল নেতা জফুর মিয়া, বদরুল ইসলাম বদর, সোহেল আহমদ, রুবেল আহমদ, কয়েস আহমদ, বিলাল উদ্দিন চৌধুরী, রুপন আহমদ, পাবেল আহমদ, নন্দিরগাওঁ ইউনিয়ন কৃষক দলের সভাপতি আপ্তাব আলী মেম্বার, সাধারণ সম্পাদক বিলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বিরাই মিয়া, নন্দিরগাওঁ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মুমিন, সাধারণ সম্পাদক সালিক আহমদ সাদী ও নন্দিরগাওঁ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুহুল আমিন প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৩ বার

Share Button

Callender

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031