শিরোনামঃ-

» ২২ সেপ্টেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বিভাগীয় সমাবেশ সফল করুন

প্রকাশিত: ১৪. সেপ্টেম্বর. ২০২৩ | বৃহস্পতিবার

ডেস্ক নিউজঃ

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বানস্তবায়ন করার লক্ষ্যে ২২ সেপ্টেম্বর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল ৩টায় বিভাগীয় সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে।

সিলেট বিভাগীয় সংহতি সমাবেশ সফলের লক্ষ্যে অদ্য রাত সাড়ে ৭টায় জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে সাংস্কৃতিক সংগঠন সমূহের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন, সিলেট এর আহবায়ক, জাসদ জেলা সভাপতি লোকমান আহমদ এর সভাপতিত্বে ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন, সিলেট এর সদস্য সচিব, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর এর সঞ্চালনায় সাংস্কৃতিক সংগঠন সমূহের মধ্যে বক্তব্য উদীচী জেলা সংসদের সভাপতি এনায়েত হাসান মানিক ও সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন, সিলেট এর যুগ্ম আহ্বায়ক, মনিপুরী কবি ও লেখক এ কে শেরাম, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন সিলেট এর যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি কমরেড সিকান্দর আলী, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন, সিলেট এর যুগ্ম আহ্বায়ক, সম্মিলিত সামাজিক আন্দোলনের আহ্বায়ক জান্নাত আরা খান, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন, সিলেট এর যুগ্ম আহ্বায়ক, সিপিবি সাধারণ সম্পাদক খারুরুল হাসান, সিলেট জেলা বাসদ (মার্কসবাদী) আহ্বায়ক উজ্জল রায়, গণতন্ত্রী পার্টি সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, সাম্যবাদী দলের সম্পাদক ব্রজ গোপাল, বাংলাদেশ আদিবাসী ফোরামের নারায়ন কুর্ম্মী, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক দেবব্রত রায় দিপন, ডাব্লিউজেএস এর নিপুণ রিছিল, জনক দেববর্মা, আদিবাসী ফোরামের সন্তোষ কুমার তালুকদার, অখিল তাং, মেঘদাদ মেঘ প্রমূখ।

সভায় নেতৃবৃন্দ, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২২ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিভাগীয় সংহতি সমাবেশ সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ১৫১ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930