শিরোনামঃ-

» একাত্তরের দালাল নির্মূল কমিটি জেলা ও মহানগর শাখার উদ্যোগে প্রতিনিধি সম্মেলন

প্রকাশিত: ২৩. সেপ্টেম্বর. ২০২৩ | শনিবার

অগ্রযাত্রা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের স্ব-পক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : সৈয়দা জেবুন্নেছা হক

ডেস্ক নিউজঃ

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির একতাবদ্ধ থাকা প্রয়োজন। একাত্তরের দালাল নির্মূল কমিটি মহান মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ একটি সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি বাংলাদেশের স্বাধীনতাবিরোধী চক্রের বহুমুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

স্বাধীনতাবিরোধী অপশক্তি ১৯৭৫ এর ১৫ আগস্ট কালরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে উল্লেখ করে তিনি আরো বলেন, হত্যাকারী ও তাদের দোসররা ক্ষমতা দখল করে পরিকল্পিতভাবে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যুদ্ধাহত, খেতাবপ্রাপ্ত ও শহীদ পরিবারের মাসিক সম্মানির পরিমাণ বাড়িয়ে পুনঃনির্ধারণ করে দিয়েছেন।

তিনি (২৩ সেপ্টেম্ব) সকাল ১১টায় নগরীর মাছিমপুরস্থ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে একাত্তরের দালাল নির্মূল কমিটি সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে মুক্তিযুদ্ধের চেতনার অভিযাত্রা “প্রতিনিধি সম্মেলনে” প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

প্রধান বক্তার বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কেন্দ্রীয় সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহরিয়ার কবির বলেছেন, স্বাধীনতা বিরোধীরা এ দেশের অগ্রযাত্রার প্রতিবন্ধক। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের অগ্রযাত্রার পথপ্রদর্শক। স্বাধীনতা লাভের পর একটা জাতি কিভাবে আত্মমর্যাদা ও স্বনির্ভর হয়ে মাথা উঁচু করে চলতে পারে সে পথটি তিনি দেখিয়ে গেছেন।

দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের পর এ দেশটি যখন স্বাধীন হয় তখন তিনি এক বক্তৃতায় বলেছিলেন ‘স্বাধীনতা অর্জন যতটা কঠিন তা রক্ষা করা আরো কঠিন।’

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে ও সিলেট মহানগরের সাধারণ সম্পাদক এডভোকেট মো: জাহিদ সারওয়ার সবুজ এবং জেলার সাংস্কৃতিক সম্পাদক অংশুমান দত্ত অঞ্জনের যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কেন্দ্রীয় সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহরিয়ার কবির।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক কাজী মুকুল, সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সিলেট জেলার সভাপতি কমরেড সিকন্দর আলী, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট মহানগরের সভাপতি এডভোকেট কিশর কুমার কর, জেলার সাধারণ সম্পাদক এডভোকেট সামছুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ শামসুল ইসলাম, সহ-সভাপতি শামীম আহমদ, মহানগরের সিনিয়র সহ-সভাপতি মো: আব্দুল কাদির, সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, জান্নাত আরা খান পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক মো; ছয়েফ খান প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১২৯ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30