শিরোনামঃ-

» বিশ্বের মানবাধিকার রক্ষায় জাতিসংঘকে আরো গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে : এডভোকেট শামসুল ইসলাম

প্রকাশিত: ০১. অক্টোবর. ২০২৩ | রবিবার

ডেস্ক নিউজঃ

একাত্তরের ঘাতকদালাল নির্মুল কমিটি সিলেট জেলা সাধারন সম্পাদক, সিলেট ল’কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি সিলেটের অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম বলেছেন, সারা বিশ্বে মানবাধিকার চরমভাবে লংগিত হচ্ছে। সিরিয়া, ফিলিস্তিন, আফগানিস্তানে নিরিহ নরনারীর উপর নিষসংস হামলা হয়েছে। মিয়ানমারে সামরিক জান্তা তাদের নিরিহ জনগনকে বিতারিত করেছে। তাঁরা বাংলাদেশে আশ্রয় নিয়েছে কিন্তু জাতিসংঘ মানবাধিকার সংস্থা তাদের রক্ষায় কোন কার্যকর ব্যবস্থা গ্রহন করেন নি। বড় বড় দেশের সরকার প্রদানগন মানবাধিকারের কথা বললেও কার্যত: কোন কাজ করছেন না। তাই বিশ্ব মানবাধিকার রক্ষায় জাতিসংঘকে আরো ভুমিকা রাখতে হবে।

তিনি রবিবার (১ অক্টোবর) বিকেল ৫টায় জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট জেলা শাখার প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা শাখার সভাপতি আশরাফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব তারা মিয়া তালুকদারের পরিচালনায় প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএমবিএফ সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার।

বক্তব্য রাখেন, সাংবাদিক মো. খালেদ মিয়া, ডা: হোসেন রাজা চৌধুরী, ইব্রাহিম আলী, জামাল মিয়া, শিরিন আক্তার চৌধুরী, জাহানারা বেগম, সাহেদা আক্তার, আতাউর রহমান আতাই, আব্দুল ওয়াদুদ, ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস, এডভোকেট সুভাষ রঞ্জন বিশ্বাস, উজ্জল হাসান চৌধুরী জীবন, এবাদুর রহমান, আব্দুল হক, আফরোজ তালুকদার প্রমুখ।

প্রতিনিধি সভায় সিলেট বিভাগীয় সম্মেলন ২০২৪ সালে করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সিলেট জেলার সকল উপজেলা কমিটি গঠন ও পূর্নগঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

যারা সংগঠন করতে ইচ্ছুক তাদেরকে ০১৭১৫৫৪৪১৩৭ অথবা ০১৭৩৪০৫০৫২৫ এ যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৮১ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30