শিরোনামঃ-

» সমাজকল্যাণ মন্ত্রনালয়ের প্রশিক্ষণে সিলেটের ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থা’র অংশগ্রহণ

প্রকাশিত: ০৬. অক্টোবর. ২০২৩ | শুক্রবার

ডেস্ক নিউজঃ

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে রাজধানীর ২২৪/১ নিউ ইস্কাটনে ‘সমাজকল্যাণমুলক কর্মকান্ডে জড়িত সংগঠনের ব্যবস্থাপনা ও কর্মীদের দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ-২০২৩ এ সিলেট জেলা থেকে অংগ্রগহণ করে সিলেট সদর উপজেলার সরকার নিবন্ধিত ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থা।

গত ১ অক্টোবর ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো. মতিউর রহমান ও সাধারণ সম্পাদক মো. আব্দুল বাছিত এ সরকারি প্রশিক্ষণে অংশ নেন।

১ অক্টোবর থেকে ৫ অক্টোবর ৫ দিনব্যাপী সরকারি প্রশিক্ষণ প্রদান করেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান চৌধুরী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. শরিফুল ইসলাম, যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোস্তফা কামাল মুজমদার।

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব (যুগ্ম সচিব) মো. শহিদুল ইসলাম, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দ মেহেদী হাসান, যুগ্ম সচিব মো. সারওয়ার হোসেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. রাশিদা ফেরদৌস এনডিসি।

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অতিরিক্ত পরিচালক (উপসচিব) মুখলেসুর রহমান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিএএফও মো. নজরুল ইসলাম, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষেেদর উপপরিচালক (প্রশাসন) ভবেন্দ্র নাথ বাড়ৈ, সমাজকল্যাণ মন্ত্রীর একান্ত সচিব এস, এম, গোলাম কিবরিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. তাহমিনা আক্তার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. অজন্তা সাহা, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মোহিববুল্লাহ, উপপরিচালক (মূল্যায়ন) ফারহানা আক্তার প্রমুখ।

এছাড়াও ৫ দিনব্যাপী সরকারি প্রশিক্ষণে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাগণ প্রশিক্ষণ প্রদান করেন।

এ প্রশিক্ষণে সারাদেশের মোট ৪২ টি সামাজিক সংগঠন অংগ্রগহণ করে। প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে সভাপতি মো. মতিউর রহমান ও সাধারণ সম্পাদক মো. আব্দুল বাছিতের হাতে সনদপত্র তুলে দেন সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের সচিব (যুগ্ম সচিব) মো. শহিদুল ইসলামসহ অতিথিবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ১০১ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930