শিরোনামঃ-

» ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলুন : বাম গণতান্ত্রিক জোট

প্রকাশিত: ১৩. অক্টোবর. ২০২৩ | শুক্রবার

ডেস্ক নিউজঃ

সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালী দলনিরেপক্ষ তদারকি সরকার অধীনে নির্বাচন, নিত্যপণ্যের দাম কমানোর  দাবিতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৩ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় সিলেট রেজিষ্ট্রারি মাঠ থেকে থেকে পদযাত্রা শুরু হয়ে বন্দরবাজার-জিন্দাবাজার-চৌহাট্টা হয়ে আম্বরখানা পয়েন্টে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়ে কর্মসূচি পালিত হয়।

বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা সমন্বয়ক, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান এর সভাপতিত্বে ও বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সঞ্জয় কান্ত দাশ এর সঞ্চালনায় পদযাত্রা ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা সিপিবি সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি সিরাজ আহমদ, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, খেলাঘর এর তুহিন কান্তি ধর, বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, বিপ্লবী কমিউনিস্ট লীগের ডাঃ হরিধন দাশ, উদীচী জেলা সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, যুব ইউনিয়নের সভাপতি এডভোকেট নিরঞ্জন দাশ, শ্রমিক কর্মচারী ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক প্রসেনজিৎ রুদ্র, সমাজতান্ত্রিক ক্ষেত মজুর ও কৃষক ফ্রন্টের সদর উপজেলা সাধারণ সম্পাদক রুমন বিশ্বাস, চা শ্রমিক ফেডারেশনের জেলা আহ্বায়ক বীরেণ সিং, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি মনীষা ওয়াহিদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দোয়েল রায় প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বর্তমান আওয়ামী সরকার দেশে চরম ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম করেছে। জনজীবনের সংকট নিরসনে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বিরোধী মত-পথকে দমনের জন্য সাইবার নিরাপত্তা আইনের মতো নিবর্তনমূলক আইন জারি করেছে। নির্বাচন কমিশন, দুদকসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বর্তমান সরকারের অপশাসনে চাল, ডাল, চিনি, আটা, তেলসহ সকল নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ।

বক্তারা বলেন, সরকার তল্পিবাহক নির্বাচন কমিশন দিয়ে আরেকটি প্রহসনের নির্বাচনে দিকে এগুচ্ছে।

এজন্য জনগণ ভোটাধিকার রক্ষার জন্য ঐক্যবদ্ধ গণ আন্দোলন গড়ে তুলতে হবে। বক্তারা,ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ,সংসদ ভেঙে নির্দলীয় তদারকি সরকারের অধিনে নির্বাচন, দ্রব্যমূলের উর্ধ্বগতি রোধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৯৮ বার

Share Button

Callender

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031