শিরোনামঃ-

» মহানগর আওয়ামী লীগ সভাপতির কটুক্তির প্রতিবাদে সিলেটে পরিবহন মালিক শ্রমিকদের মানববন্ধন

প্রকাশিত: ১৯. অক্টোবর. ২০২৩ | বৃহস্পতিবার

ডেস্ক নিউজঃ

সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ কর্তৃক পরিবহন মালিক-শ্রমিকদের গালিগালাজ ও কটুক্তির প্রতিবাদে সিলেটে মানববন্ধন করেছেন পরিবহন মালিক-শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকবৃন্দ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে নগরীর কদমতলী বাস টার্মিনাল এলাকায় উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এতে পরিবহন মালিক শ্রমিক ইউনিয়নের সকল স্তরের পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অংশ নেন।

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে, সিলেট জেলা বাস মিনি বাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং বি ১৪১৮) এর সভাপতি ও বিভাগীয় কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলাম।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুল মুহিম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, জকিগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি শাহান আহমদ চৌধুরী ও মৌলভীবাজার বাস মালিক সমিতির সহ সভাপতি মুক্তার মিয়া।

জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আব্দুস শহিদের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ইউনিয়নের সহ সভাপতি জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত আবুল, সহ সাধারণ সম্পাদক মাহবুব মিয়া মবু, কার্যকরি সদস্য সাহেদ আহমদ, মকবুল হোসেন বাদল, আলাউদ্দিল আহমদ, সাবেক কোষাধ্যক্ষ সামসুল হক মানিক, ঢাকা রোডের সভাপতি ইব্রাহিম মিয়া, জকিগঞ্জ মিনিবাস শাখার সভাপতি আব্দুল মতিন, সম্পাদক আব্দুল হান্নান, জকিগঞ্জ বাসের সভাপতি আব্দুল মুহিত, সম্পাদক রাজন আহমদ, ঢাকা রোডের সহ সম্পাদক ইউসুফ আলী, কোষাধ্যক্ষ লিলু মিয়া, জকিগঞ্জ মিনিবাসের সাংগঠনিক সম্পাদক হেলাল মিয়া, জকিগঞ্জ বাসের সাংগঠনিক সোহেল আহমদ, মৌলভীবাজার বাসের সভাপতি বাবরু মিয়া, সম্পাদক ফরিদ আহমদ, ঢাকা দক্ষিণ বাসের সভাপতি মনসুর মিয়া, সম্পাদক আবুল হোসেন, জগন্নাথপুর পুর বাসের সভাপতি ফজর আলী, সম্পাদক শাহাজাহান মিয়া, কুলাউড়া বাসের সভাপতি মানিক মিয়া, সম্পাদক মিলাদ আহমদ, মিতালি বাসের সভাপতি সেলিম আহমদ, সম্পাদক ধনু মিয়া, তামাবিল বাসের সভাপতি মনাফ মিয়া, সম্পাদক রিয়াজ মিয়া, শ্রমিক নেতা মিজান আহমদ ও ইব্রাহিম মিয়া প্রমূখ।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, দেশ পরিচালনায় সরকারের পাশাপাশি পরিবহন মালিক শ্রমিকগণ কাজ করছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে গত ১৪ অক্টোবর সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ মানিকপুর এলাকা আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ পরিবহন মালিক শ্রমিকদের গালিগালাজ ও কটুক্তিমূলক বক্তব্য দিয়েছেন।

আওয়ামী লীগের একজন শীর্ষস্থানীয় নেতার এমন বক্তব্যে সিলেটের গোটা পরিবহন মালিক শ্রমিকরা আজ ক্ষুব্ধ-বিক্ষুব্ধ।

এই ধরনের বক্তব্য সিলেটের পরিবহন সেক্টরকে উত্তপ্ত করার ষড়যন্ত্র। এর পরিনতি কারো জন্য মঙ্গলজনক হবেনা। পরিবহন মালিক শ্রমিকদের নিয়ে মহানগর আওয়ামী লীগ সভাপতির অশালীন বক্তব্য, গালি গালাজ ও কটুক্তি প্রত্যাহার করে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। অন্যথায় সিলেটের সর্বস্তরের পরিবহন মালিক শ্রমিকগণ রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৭ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30