শিরোনামঃ-

» সিটি পয়েন্টে খেলাফত মজলিসের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

প্রকাশিত: ২০. অক্টোবর. ২০২৩ | শুক্রবার

“ইসরাইলী সকল পণ্য রাষ্ট্রীয় ভাবে নিষিদ্ধ করতে হবে” : মহানগর খেলাফত মজলিস

ডেস্ক নিউজঃ

ফিলিস্হিনের গাজায় সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে আজ শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুমা, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ হতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট সিটি পয়েন্টে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান।

মহানগর সাধারণ সম্পাদক হাফিজ জাবেদুল ইসলাম চৌধুরী’র পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট মহানগর সহ সভাপতি শাহ আশিকুর রহমান, কে এম আবদুল্লাহ আল মামুন, ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মান।

সভাপতির বক্তব্যে সিলেট মহানগরী সভাপতি হাফিজ মাওঃ তাজুল ইসলাম হাসান বলেন, ফিলিস্তিনের গাজায় মজলুম মুসলমানদের উপর ইসরায়েলের বর্বর বিমান হামলা ও নৃশংসতায় আমেরিকা ও পশ্চিমা বিশ্ব মদদ দিয়ে যাচ্ছে।

মুসলমানদের বসত ভিটা ও হাসপাতাল গুলো আজ ধ্বংস করে দেয়া হচ্ছে। এখন সময় এসেছে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে ইহুদী সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফিলিস্তিনের শাহাদাত বরনকারী

মজলুম মুসলমানদের প্রতি সংহতি জানিয়ে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, শুধুমাত্র শোক প্রকাশের মধ্য দিয়েই সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত বাংলাদেশের রাষ্ট্রীয় দায়িত্ব শেষ হয়ে যায়না।

মুসলিম বিশ্বের সাথে কূটনৈতিক যোগাযোগ ও সম্পর্ক বৃদ্ধি করে ইসরাইলী আগ্রাসনের মোকাবিলায় কার্যকর পদক্ষেপ ও ভূমিকা গ্রহণ করতে হবে। গাজার মজলুম মুসলমানদেরকে মানবিক সহায়তা প্রদানের ব্যবস্থা করতে হবে। ইসরাইলী সকল পণ্য রাষ্ট্রীয় ভাবে নিষিদ্ধ করতে হবে।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস সিলেট মহানগর সহ সভাপতি মাওলানা কারী সিরাজুল ইসলাম, মাওলানা রওনক আহমদ, ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, মাওলানা আবু তামিম, সহ সাধারণ সম্পাদক প্রভাষক আহমদ সাইফুর রহমান, মাওলানা জুনায়েদ আহমদ, মাসুদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মঞ্জুরে মাওলা, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, অফিস সম্পাদক, মাওলানা কাওছার আহমদ চৌধুরী, পেশাজীবি সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক তৌফিকুল ইসলাম ছাবির, সহ যুব বিষয়ক সম্পাদক তৌহিদ আহমদ চৌধুরী, ইসলামি যুব মজলিস সিলেট মহানগর আহবায়ক হাফিজ মাওলানা জাকারিয়া আল হাসান, সিলেট জেলা আহবায়ক হাফিজ মাওলানা আহমদ মাহফুজ আদনান, সিলেট মহানগর নির্বাহী সদস্য জুবায়ের আহমদ, হাফিজ মাওলানা আলাউদ্দিন, শ্রমিক মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা সেলিম আহমদ, কোতোয়ালি পশ্চিম থানা সভাপতি সাইফুল ইসলাম, কোতোয়ালি পূর্ব থানা সভাপতি জাহেদ আহমদ চৌধুরী, শাহপরান পূর্ব থানা সভাপতি মাস্টার ফারুক মিয়া প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১০৫ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30