শিরোনামঃ-

» মাসব্যাপী “আয়কর তথ্য-সেবামাস” আগামীকাল থেকে

প্রকাশিত: ৩১. অক্টোবর. ২০২৩ | মঙ্গলবার

নিজস্ব রিপোর্টারঃ

জাতীয় এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে স্বেচ্ছায় কর প্রদানে কর দাতাদের অনুপ্রাণিত করতে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় “কর দেবো গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়েকর অঞ্চল-সিলেট আগামী ০১-৩০ নভেম্বর ২০২৩ খ্রিঃ মাসব্যাপী “আয়কর তথ্য-সেবামাস” পালন করবে।

এ উপলক্ষ্যে সিলেট জেলার মেন্দিবাগস্থ কর ভবনের নীচ তলায় করদাতাদের কর বিষয়ক নানাবিধ সেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাছাড়া কর অঞ্চল-সিলেটের আওতাধীন হবিগঞ্জ জেলায় অবস্থিত কর কার্যালয়ে, মৌলভীবাজার জেলার মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে অবস্থিত কর কার্যালয় সমূহে, সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ ও ছাতকে অবস্থিত কর কার্যালয় সমূহে এবং সিলেট জেলার বালাগঞ্জ ও গোলাপগঞ্জে অবস্থিত কর কার্যালয় সমূহে করদাতাদের মাসব্যাপী একই সেবাপ্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

“আয়কর তথ্য-সেবামাস” (০১-৩০ নভেম্বর, ২০২৩) এ করদাতাদেরনিম্নরূপ সেবাপ্রদান করা হবে:

১) আয়কর রিটার্ন গ্রহণ;
২) নতুন করদাতাদের TIN প্রদানের ব্যবস্থা;
৩) করদাতাদের Online এর মাধ্যমে রিটার্ন দাখিলের পরামর্শ ও সহায়তা প্রদান;
৪) কর দাতাদের রিটার্ন পূরণে এবং আয়কর পরিগণনায় সহায়তা; এবং
৫) আয়কর আইন-২০২৩ ও অর্থ আইন, ২০২৩ সম্পর্কে অবহিতকরণ।

কর অঞ্চল-সিলেট আশা করছে সম্মানিত করদাতাগণ “আয়কর তথ্য-সেবামাস” উপলক্ষ্যে আয়োজিত মাসব্যাপী কর তথ্য-সেবা গ্রহণ করে নিজেরা যেমন উপকৃত হবেন তেমনি “স্মার্ট বাংলাদেশ” গঠনে গর্বিত অংশীদার হবেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৪৪ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930